April 16, 2025, 4:26 am
কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২এপ্রিল বিকেলে কেশবপুর পাবলিক ময়দানে কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোক্তার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জুলাই বিপ্লবের অগ্রনায়ক মঞ্জুরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল, সেক্রেটারি আবু জাফর সিদ্দিকি, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, বেলাল হোসাইন, যশোর জেলা যুব জামায়াতের সভাপতি অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, অফিস সম্পাদক হাবিবুর রহমান, যশোর জেলা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি আশিকুজ্জামান, যশোর জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য অধ্যাপক শাহাবুদ্দীন আহমেদ, মাওলানা আব্দুস সামাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলাম, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, উপজেলা কর্মপরিষদের সদস্য এ্যাডভোকেট ওজিয়ার রহমান, কৃষিবিদ তাজাম্মুল ইসলাম দীপু, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, কেশবপুর যুব জামায়াতের সহকারী সেক্রেটারি ওয়াহিদুজ্জামান, বাইতুল মাল সম্পাদক তৌহিদুজ্জামান, তারবিয়াত বিভাগ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মাহাবুব রহমান, ইসলামি ছাত্র শিবিরের কেশবপুর পৌর সভাপতি রুস্তম আলী, পূর্ব শাখার সভাপতি বোরহান উদ্দিন, পশ্চিম শাখার সভাপতি খায়রুল ইসলা।
উদ্বোধনী বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি আয়াতুল্লাহ খোমেনী।