April 19, 2025, 8:50 am
হেলেনা আক্তার ।।
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন কড্ডা এলাকায় নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে তানভীর হাসান আলিফ (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার করেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা ৬ ঘটিকার সময় গাজীপুর মহানগরীর বাসন থানাধীন টান কড্ডা খোয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাসন থানার এসআই তানভীর তুষার সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল থেকে ওই পরীক্ষার্থীর লাশ উদ্ধার করে।
নিহত তানভীর হাসান আলিফ পঞ্চগড় জেলার দেবীগঞ্জের কাশীমপুরের টুকরাভাষা গ্রামের রোকনুজ্জানের ছেলে। সে বাসনের কড্ডা এলাকার নবপ্রাণ পাবলিক হাই স্কুল থেকে ২০২৫ এর এসএসসি পরীক্ষার্থী ছিলো। আলিফ তার বাবা ও সৎ মায়ের সাথে কড্ডার খোয়ারপাড়ার ওয়াজ উদ্দিনের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন ।
স্থানীয় সূত্রে জানা যায়, আলিফকে বাড়িতে রেখে তার সৎ মা আলেয়া বেগম বাবা রোকনুজ্জান টান কড্ডায় একটি গার্মেন্টসে চাকুরী করেন। অফিস ছুটি শেষে বাড়িতে এসে আলিফকে নিজ বসতঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পায়। প্রতিবেশীরা স্থানীয়রা বাসন থানায় ফোন দিলে বাসন থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহতের চাচা জুয়েল রানা বলেন, ছেলে ছোট থেকে আমাদের কাছে মানুষ হইছে, ওর কোনো খারাপ রেকর্ড, খারাপ কথা- বার্তা আমরা পাইনি। ১০ তারিখে ওর পরীক্ষা এজন্য ফুল প্রিপারেশনে সে আছে, আজকে যে সে এমন দুর্ঘটনা ঘটাবে মাথায় কেনো কাজ করছে না, কি থেকে কি হয়ে গেলো। কিছুই বুঝতেছিনা। এদিাে নিহতের ব্যক্তিগত মোবাইলের স্কিনে একটি মেয়ের ছবি আছে তার সাথে আগে প্রেমের সম্পর্ক ছিলো এখন আর তার সাথে তেমন কোন কথা বার্তা শোনা যায় না।
এ বিষয়ে বাসন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কায়সার আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয় নাই, স্বজনরা চাইলে আইনগত ব্যবস্থা দেওয়া হবে।