April 5, 2025, 2:56 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
নওগাঁয় জামায়াতে ইসলামির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মেধাবীরাই নেতৃত্ব দেবে আগামীর বাংলাদেশের- ফুলবাড়িয়ায় অধ্যক্ষ কামরুল হাসান মিলন ভারতের প্রধানমন্ত্রী মোদি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আলোচনায় স্বার্থ শক্তি ৫ই আগষ্ট নতুন বাংলাদেশের জন্ম তেঁতুলিয়ায় সড়কবিহীন সেতু নির্মাণ স্বাস্থ্যসেবা দিয়ে প্রাণবন্ত ছিল মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ঈদের টানা ছুটিতে প্রসূতি সেবা পেয়ে খুশি ঝিনাইদহের গর্ভবতী নারীরা ধামইরহাটে বিএনপি নেতৃবৃন্দের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মত বিনিময় সভা ঝিনাইদহে ঈদ যাত্রায় ফিরতি টিকিটের দাম বৃদ্ধি অভিযোগ মারধরের শিকার যাত্রী পাইকগাছায় সাইবার নিরাপত্তা আইনে দুই মামলায় গ্রেফতার – ৩ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের অভিজিৎ দাস অভি হামলায় আহত
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের অভিজিৎ দাস অভি হামলায় আহত

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের অভিজিৎ দাস অভি হামলায় আহত

স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি ।।

পিরোজপুরে নেছারাবাদ উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় অভিজিৎ দাস অভি (২৭) নামের এক যুবককে বেদম পিটিয়ে যখম করার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগ নেতা সিয়াম হোসেন শুভর (৩০) বিরুদ্ধে। অভিজিৎ দাস অভি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট পিরোজপুর জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ও সিয়াম হোসেন শুভ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাধাগোবিন্দ মন্দির সংলগ্ন বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সন্ধ্যায় নেছারাবাদ থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী অভিজিৎ দাস অভি।

স্থানীয়রা জানান, দুপুরে সিয়াম হোসেন শুভ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রাধাগোবিন্দ মন্দিরের সামনের এলাকায় ঘুরতে আসা এক তরুণীকে বাজে কথা ও অঙ্গভঙ্গি করে। এ সময়ে দোকানে চা খাচ্ছিল অভিজিৎ দাস অভি ও মোঃ শাওন খান রিজু। প্রকাশ্যে ইভটিজিংয়ের ঘটনা দেখে তারা প্রতিবাদ করে। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পরে অভিযুক্ত সিয়াম হোসেন শুভ তার বাড়িতে গিয়ে ঘটনা খুলে বললে তাৎক্ষণিক তার পরিবারের লোকজন এসে অভিজিৎ দাস অভি ও মোঃ শাওন খান রিজুর উপর অতর্কিত হামলা করে। এ সময়ে অভিজিৎ দাস অভি গুরুতর আহত হয়ে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হন।

এ বিষয়ে ভুক্তভোগী অভিজিৎ দাস অভি বলেন, সমুদয়কাটি বাজার সংলগ্ন মন্দিরের সামনে কয়েকটি মেয়ে ঘুরতে আসে তাদেরকে সিয়াম হোসেন শুভ আজেবাজে কথা ও বিভিন্ন ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি করেন। আমি তার প্রতিবাদ করলে তিনি আমাকে ধাক্কা দেন, এ সময় পাশে থাকা মোঃ শাওন খান রিজু প্রতিবাদ করলে তাকেও মারার হুমকি দেন। কিছু সময় পরে তার (সিয়াম হোসেন শুভ) বড় ভাই অলিউল ইসলাম মিলন ও তার বাবা সহ পুনরায় ঘটনাস্থলে এসে আমাকে মেরে রাস্তায় ফেলে যায়।

এ বিষয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক কুমার সিকদার বলেন, ঘটনাটি শুনে আমি এবং সদস্য সচিব প্রলয় মন্ডল আহত অভিজিৎ দাস অভিকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। এ ঘটনায় নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে কথা বলবো।

অভিযুক্ত সিয়াম হোসেন শুভ অভিযোগ অস্বীকার করে বলেন, কয়েকদিন আগে মারামারি সংক্রান্ত একটি বিষয়ে ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সামান্য হাতাহাতি হয়েছে। উল্টো আমরা মার খেয়েছি। ইভটিজিং সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার জানান, এ ঘটনায় উভয় পক্ষের দুইটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD