April 5, 2025, 1:37 pm
এস মিজানুল ইসলাম,বিশেষ প্রতিনিধি ।। শুক্রবার ৪ এপ্রিল ভোর ৬টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের বুড়িহারী এলাকায় ইটভাটা সংলগ্ন সন্ধ্যা নদীতে শিশু মালিহার লাশ ভাসতে দেখে স্থানীয়রা স্বজনদের খবর দেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে মালিহার নানা বাড়ি উপজেলার সদর ইউনিয়নের জম্বদ্বীপ হ্যালিপ্যাড সংলগ্ন মাছরং গ্রামে নিয়ে আসা হয়। এসময় সেখানে তার বাবা-মা, তিন ভাই ও নানিসহ স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।
সে বানারীপাড়া সদর ইউনিয়নের মাছরং গ্রামের
স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার ২ এপ্রিল দুপুর ১টার দিকে নানা বাড়ির সামনে জম্বদ্বীপ খালে গোসল করতে নামলে জোয়ারের স্রোতে সে তলিয়ে যায়। এ সময় একত্রে গোসল করতে যাওয়া অন্য শিশুদের ডাক চিৎকার শুনে দৌড়ে এসে বাবা-মা ও স্বজনরা মালিহাকে তলিয়ে যেতে দেখে। তারা শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে কয়েক ঘন্টা চেষ্টা করেও তার কোন সন্ধান পাননি। বৃহস্পতিবারও দিনভর সন্ধ্যা নদী ও শাখা খালে মালিহার মরদেহের খোঁজ করে পাননি। প্রায় ৪১ ঘন্টা পরে শুক্রবার ৪ এপ্রিল ভোরে সন্ধ্যা নদীতে তার মরদেহ ভেসে ওঠে। #