April 11, 2025, 10:32 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
বিশ্বের ঐতিহ্যবাহী হযরত খানজাহান (রহ.) মাজারে ভক্তদের ঢল তিন দিনব্যাপী ‘খাঞ্জেলী মেলা শুরু সাংবাদিক মাহতাবকে গ্রে-ফতারে নি-ন্দার ঝড় মোরেলগঞ্জে লাখো মতুয়া ভক্তের মিলন মেলায় বিএনপি নেতা কাজী শিপন কৃষকের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ধান আর সেই ধানে মুকুল আসার আগেই গরিব কৃষক আব্দুল হান্নান অ-ত্যাচারের শিকার ঝিনাইদহের মহেশপুর সিমান্তে বিএসএফ পি-টিয়ে মা-রলো বাংলাদেশী এক যুবককে ফিলিস্তিনি মুসলমানদের হ-ত্যার প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষো-ভ মিছিল রুমা ও থানচিতে শেরপুর পাড়া সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পিং ও আ-র্থিক সহায়তা প্রদান বাবুগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরন বিতরন দেশ ও সমাজকে কল্যাণমুখী করতে সৎ ও দেশ প্রেমিক ব্যবসায়ীর ভূমিকা অনস্বীকার্য- ইমরুল ঝালকাঠিতে ফিলিস্তিনে ইজরাইলি গণহত্যার প্রতিবাদে বিক্ষো-ভ মিছিল ও মানববন্ধন
ঈশ্বরগঞ্জে এতিম-প্রতিবন্ধীদের নিয়ে ঈদের দিন ইউএনও’র মধ্যাহ্ন ভোজ

ঈশ্বরগঞ্জে এতিম-প্রতিবন্ধীদের নিয়ে ঈদের দিন ইউএনও’র মধ্যাহ্ন ভোজ

আরিফ রববানী ময়মনসিংহ
ঈদ মানে উৎসব। ঈদ মানেই আনন্দ,।আর এই আনন্দ সমাজের দুস্থ অসহায়,এতিম ও প্রতিবন্ধীরা সাধারণত বঞ্চিত হয়, তাই সমাজের এসব সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদের আনন্দ সমানভাবে ভাগ করে নিতে তাদের সাথে নিয়ে মধ্যাহ্ন ভোজসহ তাদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দিয়ে উপজেলায় সকল পেশাশ্রেণীর মানুষের প্রশংসনীয় আলোচনার স্থান দখল করে নিয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এরশাদুল আহমেদ।

ইউএনও মো. এরশাদুল আহমেদের উদ্যোগে ঈদের দিন অসহায় ও দুস্থ মানুষের জন্য বিশেষ খাবারের আয়োজন করায় ব্যতিক্রমী এই আয়োজনে ঈদ আনন্দ উদযাপন করতে পেরে ইউএনও’র প্রতি খুশী এই এতিম-প্রতিবন্ধী অসহায় সুবিধাবঞ্চিতরা।

ঈদের দিন দুপুরে ঈশ্বরগঞ্জের বাইতুল কুরআন মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষার্থী, এতিম, পথশিশু, প্রতিবন্ধী, দরিদ্র ও সমাজের অবহেলিত মানুষদের জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নিজ হাতে অতিথিদের আপ্যায়ন করেন এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আন্তরিকভাবে পাশে থাকেন।

খাবার পরিবেশনের পর সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে নগদ অর্থ ও ঈদ উপহার (লুঙ্গি, পাঞ্জাবি ইত্যাদি) বিতরণ করা হয়, যা তাদের ঈদ আনন্দকে আরও পূর্ণতা দেয়। উপহার পেয়ে শিশু-কিশোরদের মুখে হাসি ফুটে ওঠে, আর প্রবীণরা এমন মানবিক উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

উপজেলা প্রশাসনের এই মহতী উদ্যোগ উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের প্রশংসা কুড়ায়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডার, ঈশ্বরগঞ্জ থানার ওসি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইসলামি আন্দোলন বাংলাদেশ, ঈশ্বরগঞ্জ উপজেলা সভাপতি, মুফতি হাবিবুল্লাহ সাহেব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বাইতুল কোরআন মাদ্রাসার বড় হুজুরের ঐকান্তিক প্রচেষ্টায় ও অন্যান্য সদস্যদের আন্তরিকতায় এতো সুন্দর আয়োজন করা সম্ভব হয়েছে বলে জানিয়ে ইউএনও এরশাদুল আহমেদ জানান- তিন শতাধিক বাক ও দৃষ্টি প্রতিবন্ধীসহ সমাজের অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদের দিন দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমার নিজ হাতে ঈদের উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। তাদের সাথে দুপুরের খাবার খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী যারা রয়েছে তারা পৃথিবীর আলো বাতাস কিছুই দেখতে পারে না,কথা বলতে পারেনা, আমার কাছে মনে হয় তারাই সবচাইতে বেশি অসহায় তাই আমার নিজের আবেগের জায়গা থেকেই এমন ছিন্নমূল দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের মাঝে ক্ষুদ্র এই উপহারগুলো প্রদান করলাম এবং তারা যেন আনন্দ পায় তাই তাদের সাথে খাবার খেয়ে আমি নিজে খুব সম্মানিত বোধ করছি। সবচেয়ে বড় কথা হলো সৃষ্টিকর্তা আমার মাধ্যমে তাদের জন্য কিছু করার তওফিক দেয়ায় আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। তাদের চোখ তো আর ফিরিয়ে দেয়া সম্ভব না তাই আগামীতেও তাদের যেকোনো প্রয়োজন অগ্রাধিকার ভিত্তিতে আমি তাদের পাশে সবসময় থাকবো এবং আমি মনে করি সমাজের বিত্তবান সকলেই তাদের পাশে থাকা উচিৎ।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD