April 12, 2025, 5:35 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
বিশ্বের ঐতিহ্যবাহী হযরত খানজাহান (রহ.) মাজারে ভক্তদের ঢল তিন দিনব্যাপী ‘খাঞ্জেলী মেলা শুরু সাংবাদিক মাহতাবকে গ্রে-ফতারে নি-ন্দার ঝড় মোরেলগঞ্জে লাখো মতুয়া ভক্তের মিলন মেলায় বিএনপি নেতা কাজী শিপন কৃষকের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ধান আর সেই ধানে মুকুল আসার আগেই গরিব কৃষক আব্দুল হান্নান অ-ত্যাচারের শিকার ঝিনাইদহের মহেশপুর সিমান্তে বিএসএফ পি-টিয়ে মা-রলো বাংলাদেশী এক যুবককে ফিলিস্তিনি মুসলমানদের হ-ত্যার প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষো-ভ মিছিল রুমা ও থানচিতে শেরপুর পাড়া সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পিং ও আ-র্থিক সহায়তা প্রদান বাবুগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরন বিতরন দেশ ও সমাজকে কল্যাণমুখী করতে সৎ ও দেশ প্রেমিক ব্যবসায়ীর ভূমিকা অনস্বীকার্য- ইমরুল ঝালকাঠিতে ফিলিস্তিনে ইজরাইলি গণহত্যার প্রতিবাদে বিক্ষো-ভ মিছিল ও মানববন্ধন
তারুণ্যের নলছিটির ঈদ পুনর্মিলনী ও উপদেষ্টা পরিষদ গঠন

তারুণ্যের নলছিটির ঈদ পুনর্মিলনী ও উপদেষ্টা পরিষদ গঠন

ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

নলছিটি উপজেলার স্থানীয় স্বেচ্ছাসেবী যুব সংগঠন তারুণ্যের নলছিটি’র ঈদ পুনর্মিলনী ও উপদেষ্টা পরিষদ ঘোষণা হয়েছে আজ। উপজেলা পরিষদের কনফারেন্স হলে সকাল এগারো ঘটিকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন দিগন্তে যাত্রা শুরু করল সংগঠনটি।

তারুণ্যের নলছিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ খালেদ সাইফুল্লাহ আনুষ্ঠানিকভাবে নবগঠিত উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মেহরাব হোসেন রিফাতের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে সহসভাপতি মাহবুব তালুকদার, সমাজ কল্যাণ সম্পাদক সোলাইমান কবির শান্ত প্রমুখ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশিষ্টজনদের উপদেষ্টা পরিষদে যুক্ত করা ও তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো। এ সময় উপদেষ্টারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং তারুণ্যের নলছিটির তরুণ ভলান্টিয়ারদের প্রচেষ্টা ও অবদানের প্রশংসা করেন।

সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন পেশা ও অভিজ্ঞতার এগারো জন গুণীদের নিয়ে গঠিত হয়েছে উপদেষ্টা পরিষদ। এতে যুক্ত হয়েছেন— জীবা আমিনা আল গাজী – নির্বাহী সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এনামুল করিম শাহিন – ডাইরেক্টর, বাংলাদেশ ব্যাংক। আনোয়ার হোসেন মিজান – ব্যবস্থাপনা পরিচালক, এসএইচএল ফ্যামিলি। ব্যারিস্টার মইনুল করিম – ডিপুটি অ্যাটর্নি জেনারেল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মনিরুজ্জামান তালুকদার – সাবেক জেলা প্রশাসক, খুলনা। শামসুল আলম খান বাহার – অবসরপ্রাপ্ত অধ্যাপক, নলছিটি ডিগ্রি কলেজ। মোঃ শহীদুল ইসলাম আকন – ব্যবসায়ী ও রাজনীতিবিদ। মোঃ ইলিয়াস হোসাইন – বার্তা সম্পাদক, দৈনিক আমার দেশ। শাহাদাত ফকির – ব্যবসায়ী ও সমাজসেবক। শরীফ ওসমান বিন হাদি – আহ্বায়ক, ইনকিলাব মঞ্চ। মোঃ খালিদ হোসেন – সিইসি, গ্রিন ফিউচার ফাউন্ডেশন।

তারুণ্যের নলছিটি দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে তরুণদের নিয়ে আত্মউন্নয়ন, মানবিক কার্যক্রম, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সম্প্রতি সংগঠনটি যুব মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন (নিবন্ধন নম্বর: ০৪৬) লাভ করেছে, যা এর আনুষ্ঠানিক স্বীকৃতির বড় মাইলফলক। উপদেষ্টা পরিষদের দিকনির্দেশনায় সংগঠনটি এখন আরও সুসংগঠিতভাবে কাজ করবে।

সংগঠনের নেতারা বলেন, ভবিষ্যতে আরও প্রশিক্ষণমূলক কর্মশালা, দক্ষতা উন্নয়ন কার্যক্রম, নেতৃত্ব তৈরির প্রকল্প এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হবে। একইসঙ্গে নতুন প্রজন্মকে নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে সম্পৃক্ত করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে। সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান তাহমিদের সমাপনী বক্তব্যে অনুষ্ঠান শেষ হয়।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD