April 6, 2025, 12:16 am
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (২৫মার্চ) উপকারভোগী কৃষক-কৃষাণির হাতে এসব কৃষি উপকরণ হস্তান্তর করা হয়। ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হচ্ছে। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ। অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ ফারুক হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলমগীর হোসেন, উপ সহকারী কৃষি অফিসার পার্থ প্রতিম রায় ও সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম জানান, উপজেলার ৪০০০ জন কৃষক-কৃষাণীকে বিনামূল্যে এ সার ও বীজ দেওয়া হচ্ছে। আর প্রত্যেক কৃষক ৫ কেজি উন্নত জাতের আউশ ফসলের বীজের সাথে ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাচ্ছেন।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।