March 19, 2025, 3:31 am
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাটে শিক্ষক, সাংবাদিক ও সুশিল সমাজ নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় চারঘাট আলহাজ্ব এম এ হাদী ডিগ্রী কলেজের হলরুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চারঘাট পৌর বিএনিপর সাবেক সভাপতি কায়েম উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সহ-সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বল।
চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবনের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুরাদ পাশা। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আকবর সরকার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জহুর ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান প্রমুখ। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সাংবাদিকের পক্ষ থেকে বক্তব্য রাখেন, চারঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি ইসরাইল হোসেন সরকার, সাধারণ সম্পাদক সনি আজাদ, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, চারঘাট থানা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সজিব ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রায়হান, দপ্তর সম্পাদক শাহিনুর সুজন, প্রচার সম্পাদক মোঃ পিন্টু, সদস্য রিগেন সরকার, জিল্লুর রহমান, চারঘাট রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি মমিনুল হক মামুন, সাংগঠনিক সম্পাদক জিনারুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন উজ্জল বলেন, বর্তমান পরিস্থিতিতে সব সাংবাদিক ভাইদের উচিত হবে সত্য সংবাদ প্রচার করে জাতির সামনে তুলে ধরা। তিনি বলেন, আমাদের কর্মী পরিচয় দিয়ে কারো কোনো ক্ষতি করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গেই দলীয় ব্যবস্থাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।