March 15, 2025, 2:27 am
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাট উপজেলা প্রেসক্লাবে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবরের সঞ্চালনায় ও সভাপতি মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী দাস, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, সদস্য এম এম জিয়াউল হক জুয়েলসহ বিভিন্ন পেশার ব্যক্তিগন।
ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, গণমাধ্যমের মৌলিক দায়িত্বের কথা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নৈতিকতা ও পেশাগত আচরণ বজায় রেখে জনস্বার্থে কাজ করা, এবং কোনো চাপের কাছে মাথা নত না করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একটি সাংবাদিকের সবচেয়ে বড় শক্তি তার সত্য। আমাদের দায়িত্ব এই সত্যকে এগিয়ে নিয়ে যাওয়া।
সবশেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।