July 12, 2025, 10:54 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সুজানগরে বিএনপির দুই গ্রুপের সং-ঘর্ষের ঘটনায় মা-মলা, গ্রেফ-তার-১ পঞ্চগড়ে বিসিক নগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ দেলদার রহমান কারা-গারে নেছারাবাদে পনের বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত সহকারি শিক্ষক এস এস সি পরীক্ষায় পাশ মাত্র দুইজন নড়াইলের পল্লীতে ফুটবল খেলা নিয়ে সং-ঘর্ষ, একজন নিহ-ত এলাকায় অতিরিক্ত পুলিশ মো-তায়েন বাবুগঞ্জের পূর্ব রহমতপুরে অটোচালকদের ভাড়া নৈরা-জ্য, যাত্রীরা অতি-ষ্ঠ রাজশাহীতে ২০ কেজি পটল বিক্রি করে মিলছে ১ কেজি কাঁচা মরিচ কাঁচামরিচের যতগুণ হঠাৎ করে দাম বেড়ে ৪০০ টাকা কেজি বাবুগঞ্জের রহমতপুরে রাজার খাল দ-খল দূ-ষণে পরিবেশ বি-পর্যয় প্রশাসনের হ–স্তক্ষেপ দাবি স্থানীয়দের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফো-রণে স্বামী স্ত্রীসহ ৪জন দ-গ্ধ যশোর-১ শার্শা আসনে বি এন পি’র ৪ নেতা মনোনয়ন প্রত্যাশী, একক প্রার্থী জামাতের
ফিড দ্য ফিউচার বাংলাদেশ ডিজিটাল এগ্রিকালচার অ্যাক্টিভিটি, আইপেজ বাংলাদেশ এবং ইস্ট ওয়েস্ট সিড বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

ফিড দ্য ফিউচার বাংলাদেশ ডিজিটাল এগ্রিকালচার অ্যাক্টিভিটি, আইপেজ বাংলাদেশ এবং ইস্ট ওয়েস্ট সিড বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রেস বিজ্ঞপ্তি

ফিড দ্য ফিউচার বাংলাদেশ ডিজিটাল এগ্রিকালচার অ্যাক্টিভিটি, আইপেজ বাংলাদেশ এবং ইস্ট ওয়েস্ট সিড বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

গত সেপ্টেম্বর ২৫, ২০২২ তারিখে, ফিড দ্য ফিউচার বাংলাদেশ ডিজিটাল এগ্রিকালচার অ্যাক্টিভিটি, আইপেজ বাংলাদেশ এবং ইস্ট ওয়েস্ট সিড বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এই চুক্তির আওতায় অঙ্কুর নামে একটি কৃষি ও জলবায়ু বিষয়ে ডিজিটাল ট্যুল বাংলাদেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ত-প্রবণ এলাকায় পাইলট করা হবে। ১০০ জন কৃষককে আগামী এক বছর ধরে অঙ্কুর ট্যুলের মাধ্যমে সেবা প্রদান করা হবে।

ডিএআই পরিচালিত ফিড দ্য ফিউচার বাংলাদেশ ডিজিটাল এগ্রিকালচার অ্যাক্টিভিটি মূলত ফিড দ্য ফিউচার পার্টনার এবং প্রাইভেট সেক্টর পার্টনারের সহযোগিতায় কৃষির জন্য উপযোগি ডিজিটাল ট্যুল পাইলট করে থাকে। আইপেজ, একটি বাংলাদেশী কৃষিভিত্তিক স্টার্টআপ যা হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে কাজ করছে। এই প্রতিষ্ঠানটি, কৃষিক্ষেত্রে প্রযুক্তির মাধ্যমে যে সমাধান প্রদান করে তা ক্ষুদ্র কৃষকদের পাশাপাশি অন্যান্য ভ্যালু চেইন এক্টরদের দক্ষতা এবং লভ্যাংশ বৃদ্ধির জন্যেও কাজ করছে। করপোরেট ফাউন্ডেশন অব ইস্ট-ওয়েস্ট, ইস্ট-ওয়েস্ট সিডের নলেজ ট্রান্সফার টিম বাংলাদেশে ক্ষুদ্র কৃষকের জন্য জলবায়ু সহনশীল হাইব্রিড সবজী বীজ বাজারে সহজলভ্য করার জন্য কাজ করছে।
আইপেজ অঙ্কুরের মাধ্যমে করপোরেট ফাউন্ডেশন অব ইস্ট-ওয়েস্ট সিডের নলেজ ট্রান্সফার টিম এবং Wageningen University and Research মিলে তৈরি করা কৃষি বিষয়ে নির্দেশনা অনুযায়ি প্রতিটি কৃষকের জন্য উপযোগি তথ্য প্রদান করবে। আশা করা যাচ্ছে, এই পাইলট প্রকল্পের মাধ্যমে কৃষকরা উপযুক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে ফসলের ব্যাপারে সময়োপযোগি সিদ্ধান্ত গ্রহণ, সারের পরিমাণ, সেচের সময়সূচি, পোকা-মাকড় ও রোগ ব্যবস্থাপনা কার্যক্রম হাতে নিতে সক্ষম হবে। বাংলাদেশ ডিজিটাল এগ্রিকালচার অ্যাক্টিভিটি পরবর্তিতে পাইলট থেকে প্রাপ্ত ফলাফল ও উপাত্ত সহযোগিদের সাথে বিনিময় করবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২০ অনুযায়ী, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কৃষি খাতের উপর অনেকটাই নির্ভরশীল; কারণ কৃষি বাংলাদেশের মোট উৎপাদনের (জিডিপি) প্রায় ১৩ শতাংশ অবদান রাখে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ কৃষিতে নিম্ন প্রবৃদ্ধির সম্মুখীন হচ্ছে। এই ধরনের সমস্যা মোকাবেলায় ফিড দ্য ফিউচার বাংলাদেশ ডিজিটাল এগ্রিকালচার অ্যাক্টিভিটি বেশ কয়েকটি ডিজিটাল কৃষি ট্যুল মাঠ-পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করছে যার ফলে কৃষিক্ষেত্রে কৃষক এবং ভ্যালু-চেইন এক্টরদের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD