March 12, 2025, 8:03 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে হাসপাতাল চুরি হওয়া সেই শিশুকে গাজীপুরে হতে উদ্ধার _আটক -৪ সেনবাগে কমিউনিটি অব হিউম্যানিটি এর আয়োজনে ৩(তিন) শতাধিক রোজাদারকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ট্রেনে কা-টা পড়ে যুবকের মৃ-ত্যু নেছারাবাদে পিতা-পুত্রকে মারধরের মামলায় গ্রেফতার-১ পুঠিয়ায় কৃষি অফিসের বিরুদ্ধে অতিরিক্ত নবায়ন ফি আদায়ের অভিযোগ  গাইবান্ধায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে উদ্যোক্তাদের মানববন্ধন রায়গঞ্জে সড়ক সংস্কারের কাজের উদ্বোধন রংধনু মডেল স্কুলের ৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা বেলকুচিতে বিএনপির ইফতার মাহফিল সংবাদপত্র চালানো ও সাংবাদিকতা করা কঠিন হচ্ছে
স্বরুপকাঠীতে মাদককান্ডে প্রমান মিলেছে ইয়াবা ছিল কালু পালের

স্বরুপকাঠীতে মাদককান্ডে প্রমান মিলেছে ইয়াবা ছিল কালু পালের

বিশেষ প্রতিবেদক।।

নেছারাবাদে গত ২৫ ফেব্রুয়ারী মাদক ক্রয়-বিক্রয়ের সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। আটকের সময় লিমন সকলের মাঝে স্বীকারোক্তি দেয় ইয়াবা ট্যাবলেট ছিলো বানারীপাড়া কালু অথবা কালাচাঁদ পাল বা কে সি পালের।

পরবর্তীতে পুলিশের অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের ফুয়াদকে ৭ পিচ,ইয়াছিনকে ৫ পিচ ও লিমনকে ৩ পিচ দিয়ে মামলা গ্রহন করে তাদের আদালতে প্রেরন করে গত বুধবার ৫ই মার্চ আসামি লিমন জামিনে বেরিয়ে আসে।

জামিনে এসে লিমন তার বক্তব্যে পরিবর্তন এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছয় মিনিট আঠারো সেকেন্ডের একটি ভিডিও বক্তব্য পোষ্ট করেন যা পরবর্তীতে ভাইরাল হয়।

ওই বক্তব্যে লিমন উল্লেখ করে নেছারাবাদের যে লোকজন তাকে ধরেছে তারা নাকি জিজ্ঞেসা করেছে বানারীপাড়ায় তুমি কাকে চেন তখন সে নাকি কালু পাল ও জনৈক একজনার নাম বলেছে। এছাড়াও বলেছে এর সাথে কালু পাল জড়িত নন।

অথচ লিমনের প্রথম বক্তব্য বিশ্লেষন করলে দেখা যায় জনৈক একজন লিমনকে প্রশ্ন করে ইয়াবার ব্যবসা করেন কত বছর তখন লিমন উত্তরে বলছে ভাই আমি ব্যবসা করিনা আমাকে একজনে নিতে পাঠাইছে। জনৈক ওই লোক লিমন’কে আবার প্রশ্ন করে বলে কে পাঠাইছে তখন লিমন বলে (বানারীপাড়া) বাজারের এক বড় ভাই কালু ভাই পাঠাইছে, কার কাছে পাঠাইছে জিজ্ঞেসা করলে লিমন বলে ফুয়াদের কাছে পাঠাইছে। কত পিচ ইয়াবা নিতে পাঠাইছে জিজ্ঞেসা করলে লিমন বলে সাত আট পিচ ইয়াবার কথা উল্লেখ করে, লিমনকে আবারও জিজ্ঞেসা করলে লিমন বলে (কালু পাল) সে বিকাশে টাকা পাঠাইছে কয়টা দিয়ে দিবে এই বলে লিমন স্বীকারোক্তি দেয়। কিন্তু পরবর্তীতে লিমন জামিনে বের হয়ে এসে সব বক্তব্য অস্বীকার করে ।

কিন্তু প্রথম এবং দ্বীতিয় বক্তব্য বিশ্লেষন করলে পাওয়া কালু মানে বানারীপাড়ার বন্দর বাজারের ব্যবসায়ী কালু অথবা কালাচাঁদ পাল বা কে সি পাল ছিল তাতে আর কোন সন্দেহ নেই।কারন লিমন তার প্রথম বক্তব্যে কালু এবং দ্বীতিয় বক্তব্যে কালু পালের নাম উল্লেখ করেছে। তাই লিমনের প্রথম বক্তব্য অনুযায়ী নির্দিধায় বলা যায় ওই ইয়াবা কালু অথবা কালাচাঁদ পাল বা কে সি পালেরই ছিল।

এদিকে গত বুধবার বার অর্থাৎ ৫ই মার্চ লিমনের জামিন হলে কালু পিরোজপুর গিয়ে লিমনকে এগিয়ে সাথে করে বানারীপাড়া নিয়ে আসে, যা কালু পাল সাংবাদিকদের কাছে অকোপটে একথা স্বীকার করেন। জামিন কে করিয়েছে কালু পালকে জিজ্ঞেসা করলে বলে লিমনের লোক করিয়েছে । কালু পাল আরও বলেন লিমন তাই সাথেই আছে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে বানারীপাড়া পৌছবে। এতে স্পষ্ট প্রমানিত হয় যে, লিমন দ্বীতিয় বক্তব্য কালু পালাই প্রভাবিত করে পাল্টিয়েছেন। যদিও প্রথম থেকে কালু বলে আসছে ওই কালু সে নয় অন্য কেউ কিন্তু পরবর্তীতে লিমনে প্রথম ও দ্বীতিয় বক্তব্যে প্রমান হয় যে ওই কালুই ছিল কালু পাল এবং ওই ইয়াবা কালু পালেরই ছিলো এবং লিমনের টাকা ছারা মাদক সম্রাট ফুয়াদের কাছ থেকে ইয়াবা নিয়ে আসা প্রমান করে যে কালু পাল ও ফুয়াদের মধ্যে যে মাদক সিন্ডিকেটের নিবিড় যোগাযোগ রয়েছে তা বলার আর অবকাশ থাকে না।

লিমনের দ্বীতিয় বক্তব্য নিয়ে স্বরুপকাঠীর থানার এস আই সোহেল জানান লিমনের জামিনে আসার পর সম্পুর্ন মিথ্যা বক্তব্য দিয়েছেন ও মাদক উদ্ধাদের সময় উপস্থিত সকলে একমত পোষন করেছেন।

এদিকে বানারীপাড়া সচেতন মহল প্রশাসনের কাছে কালু পালকে গ্রেফতার করার দাবী সহ মাদকমুক্ত বানারীপাড়া গড়ার প্রত্যয়ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD