March 3, 2025, 7:58 pm
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
রমজানের শুরুতে জুলাই গন অভ্যুত্থানে ঝালকাঠির নলছিটিতে শহীদ সেলিম তালুকদারের পিতা মাতার খোজখবর নিতে তাদের বাড়িতে যান নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম।
এসময় তার সাথে আরও ছিলেন নলছিটির সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান।আরও উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর সরোয়ার তালুকদার,স্কুল শিক্ষক স্বপন তালুকদার সহ শহীদ সেলিমের পরিবার পরিজন ও প্রতিবেশীরা।
এসময় তিনি শহীদ সেলিমের বাবা ও মায়ের শারিরীক অবস্থা ও সার্বিক খোজখবর নেন,এবং বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্যও শোনেন।এসময় ইউএনওকে পেয়ে শহীদ সেলিমের মা ছেলের স্মৃতি চারন করে অশ্রুসিক্ত হয়ে পরেন।তার অনাগত নাতীর জন্য দোয়া কামনা করেন।
সাক্ষাৎ শেষে শহীদ সেলিম তালুকদারের বাবা সহ অন্যন্যদের নিয়ে কবর জিয়ারতও করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্যরা এসময় স্থানীয়রা শহীদ সেলিমেফ কবরস্থানটির চতুর্দিকে সীমানা প্রাচীর নির্মানের দাবি জানালে সেটিও করে দেয়ার জন্য চেষ্টা করবেন বলে আস্বস্ত করেন তিনি।
পরিদর্শন শেষে শহীদ সেলিমের পরিবারের কাছে রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইফতার সামগ্রী তুলে দেন ইউএনও মো:নজরুল ইসলাম।
এছাড়াও শহীদ সেলিম তালুকদারের স্ত্রী সন্তানসম্ভবা অবস্থায় বাবার বাড়িতে অবস্থান করায় সেখানেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী পাঠানো হয়।নলছিটির অন্য আরেকজন শহীদ নাঈমের পরিবার ঢাকায় অবস্থান করায় তাদের কাছে পৌছানো সম্ভব হয়নি।