March 3, 2025, 7:43 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ময়মনসিংহে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (২ মার্চ) সকাল ১০টায় জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের একটি র্যালী নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য রেলী বের করে বাতিরকল মোড় হয়ে বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে দিয়ে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এসে শেষ হয়। পরে ময়মনসিংহ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মফিদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আবুল কালাম আজাদ,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আজিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি লুৎফন নাহার,আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম প্রামানিক, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (সাধারণ) মোঃ আবদুর রহিম,অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (নির্বাচন) গোলাম মোস্তফা ,সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম ,অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাহমুদুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওহাব আকন্দ।
আলোচনা সভায় বক্তারা ভোটার সচেতনতা বৃদ্ধি, নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধকরণ এবং স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়াও ভোটার তালিকা হালনাগাদকরণ, নতুন ভোটার নিবন্ধন এবং নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভার আগে জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক মফিদুল আলম বলেন, “ভোটার দিবসের মূল উদ্দেশ্য হলো জনগণকে তাদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। আমরা চাই প্রতিটি নাগরিক তাদের দায়িত্ব বুঝে স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনে অংশ নিক। আলোচনা শেষে বেশ কয়েকজন নারী পূরুষ ভোটারদের হাতে অতিথিগণ ভোটার স্মার্ট কার্ড তুলে দেন।