February 22, 2025, 5:53 pm
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়।
শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন- পুঠিয়া উপজেলা প্রশাসন, অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল), পুঠিয়া থানা, পবা হাইওয়ে থানা, বেলপুকুর থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা বিএনপি, উদীচী শিল্পীগোষ্ঠী ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ। এরপর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ হল রুমে জাতীয় জীবনে একুশের চেতনা শীর্ষক একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে,এম নূর হোসেন নির্ঝর, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নিভাষ সরকার, বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদসহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। # মাজেদুর রহমান (মাজদার)
পুঠিয়া রাজশাহী।