February 15, 2025, 9:17 pm
ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া
টাঙ্গাইলের ঘাটাইলে গণ অধিকার পরিষদ (জিওপি) উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫ টায় ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
নবগঠিত কমিটির ঘাটাইল উপজেলা শাখার সভাপতি রিপন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গণ অধিকার পরিষদ টাঙ্গাইল জেলার শাখার সভাপতি মোঃ মনিরুজ্জামান মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ শাকিল উজ্জামান।
নবগঠিত কমিটি ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন উজ্জলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আইনজীবি অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব এডভোকেট ইয়ামিন সিরাজী, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক এডভোকেট মাহবুব রহমান রাসেল, গনঅধিকার পরিষদ টাংগাইল জেলা শাখার সাধারণ সম্পাদক শামিমুর রহমান সাগর,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সুমন, জেলা শাখার সহ সভাপতি এডভোকেট সুজন আহমেদ, জেলা শাখার সহ সভাপতি মোঃ রুবেল খান, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সরকারসহ আরো অনেকে।
গণ অধিকার পরিষদ ঘাটাইল উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের পরিচিতি ও স্থানীয় বিভিন্ন সূধী জনের সাথে সংগঠন নিয়ে সাংগঠনিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।