February 15, 2025, 9:16 pm
এম এ আলিম রিপন ঃ দীর্ঘ ১৭ বছর পর পাবনার সুজানগর পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোটারদের সরাসরি গোপন ভোটে কামাল বিশ্বাস সভাপতি, জসিম উদ্দিন বিশ্বাস সাধারণ সম্পাদক ও মঞ্জু শেখ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার(১৪ ফেব্রয়ারী) বিকেলে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান বিজয়ীদের নাম ঘোষণা করেন। কাউন্সিলে সুজানগর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৬৩৯ জন ভোটারের মধ্যে ৫৫২ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বেলা ১১টা থেকে দুপুর ১টা২০ মিনিট পর্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে এ ভোট অনুষ্ঠিত হয়। কাউন্সিলে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাস ৪৯২ ভোট পেয়ে নতুন সভাপতি, ২০৭ ভোট পেয়ে পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন বিশ্বাস সাধারণ সম্পাদক এবং ৩৮১ ভোট পেয়ে মঞ্জু শেখ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। কাউন্সিলে কামাল হোসেন বিশ্বাস ও তোরাব আলী সভাপতি পদে, জসিম উদ্দিন বিশ্বাস,আব্দুস সালাম মোল্লা ও মজিবর খঁা সাধারণ সম্পাদক পদে এবং মঞ্জু শেখ ও ইয়াকুব আলী সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে এদিন সকালে বিদ্যালয় মাঠে কাউন্সিলের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। পৌর বিএনপির আহ্বায়ক কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব জসিম উদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ন আহ্বায়ক আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন,নূর মোহাম্মদ মাসুম বগা,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস ও উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।