February 5, 2025, 9:48 am
আব্দুল হামিদ,
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলা বিএনপির আয়োজনে মধুপুর ও ধনবাড়ী উপজেলার মধ্যবর্তী এলাকার ভাইঘাট হাইস্কুল মাঠে ৮ ফেব্রুয়ারী বিএনপির জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত জনসভাকে সফল এবং জনসভাকে জনসমুদ্রে পরিণত করার লক্ষে মধুপুর পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রস্তুতিমুলক ও প্রচারণা সভা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পৌর শহরের ৭ নং ওয়ার্ডের দামপাড়া দক্ষিণ পাড়া এলাকায় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) রাতে প্রচারনা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রচারনা মুলক সভায় ৭ নং ওয়ার্ডের সভাপতি মো. ছাদের আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক, পৌরবিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেন, সহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।