February 13, 2025, 11:48 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু গোদাগাড়ীতে জমি নিয়ে বিরো-ধ ১ জন খু-ন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উদযাপন দেশবাসীকে শবে বরাতের শুভেচ্ছা জানিয়েছেন – তারেক রহমান বার এডভোকেটস ক্লার্ক এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন রফিক ও সম্পাদক মামুন সুজনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুস সালাম মোল্লার ব্যাপক প্রচারণা প্রায় ১৭ বছর পর  সুজানগর পৌর বিএনপির শীর্ষ তিন পদে কাউন্সিলে ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবেন নেতা তানোর-গোদাগাড়ীতে ভুয়া জেলের কবজায় পুকুর ইজারা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিজাম উদ্দীন পূর্বের নামেই নামকরণ পঞ্চগড় রেলওয়ে স্টেশন
ময়মনসিংহে ব্যাটারিচালিত অটোরিকশা চালাকদের ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

ময়মনসিংহে ব্যাটারিচালিত অটোরিকশা চালাকদের ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

আরিফ রববানী ময়মনসিংহ।।
নির্ধারিত সড়ক নয় সব সড়কে চলাচলের অনুমতির দাবিতে ঘেরাও কর্মসূচির আন্দোলনে ব্যর্থ ময়মনসিংহে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। সোমবার (২৭ জানুয়ারী)সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কে অটোরিকশা না থাকায় অনেক যাত্রী রিকশায় যাতায়াত করছেন। এ সুযোগে অনেক রিকশাচালক দ্বিগুণ ভাড়া নিচ্ছেন। এছাড়া অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। কিছু কিছু সড়কে পুলিশের গাড়ী দিয়ে যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যাত্রীরা।

অনেকেই বলেন, ‘সকালে অটোরিকশা না পেয়ে দ্বিগুণ ভাড়ায় রিকশায় চড়ে কর্মস্থলে গিয়েছি। তবে এর সুষ্ঠু সমাধান হওয়া দরকার।’

পায়ে হেঁটে পাটগুদাম ব্রিজ থেকে চরপাড়া মোড়ে যাচ্ছিলেন রফিকুল ইসলাম । তিনি বলেন, ‘অটোরিকশা চালকদের দাবি যৌক্তিক। তাদেরকে সব সড়কে গাড়ি চালানোর অনুমতি দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ সুশৃঙ্খলভাবে করতে হবে। সুষ্ঠুভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা গেলে যানজট নিয়ন্ত্রণে থাকবে। অটোরিকশা বন্ধ থাকায় রিকশাচালকরা ভাড়া বাড়িয়ে দিয়েছে। এতে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছি।’

অটোরিকশাচালক আব্দুল হাকিম বলেন, ‘ধর্মঘটে আর্থিকভাবে ক্ষতি হচ্ছে। গাড়ি বন্ধ রাখায় পকেট ফাঁকা। আজ বাজার করতে পারব না। তবুও দাবি আদায়ের জন্য আন্দোলন করছি।’

ময়মনসিংহ জেলা অটোবাইক মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. হোসাইন আহমেদ সুজন বলেন, ‘সব সড়কে গাড়ি চালানোর অনুমতি চেয়ে গত ১৯ জানুয়ারি কর্মবিরতির পালন করা হয়েছে। এদিন জেলা প্রশাসক ও সিটি করপোরেশন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করা হয়। কিন্তু জেলা প্রশাসন তাদের সিদ্ধান্তে অটল থাকায় অনির্দিষ্টকালের জন্য সব ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রেখেছে চালক ও মালিকরা। আমাদের দাবি আদায় না হলে, আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ বলেন, ‘সম্প্রতি যানজট কমানোর জন্য শহরের নির্দিষ্ট ছয়টি সড়কে অটো চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন ও জেলা প্রশাসন। এতে চালকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা না করে ধর্মঘট করছে। বিষয়টি আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে রবিবার সকাল থেকে নগরীতে অটোরিকশা চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেন চালকরা। পরে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল নিয়ে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশ করেন। সেখান থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD