January 7, 2025, 6:49 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
খাল-বিলে পানি কমে যাওয়ায় সুজানগরে চলছে মাছ ধরার উৎসব দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন নড়াইলে আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি বিলুপ্তপ্রায় বিএমডিএ’র অপারেটর নিয়োগ নিয়ে বিপাকে কর্মকর্তাগণ বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশী-বিদেশী অস্ত্রসহ কালাম বাহিনীর প্রধানসহ চারজনকে গ্রেপ্তার বেতাগীতে তরুণদের উদ্যোগে উদারতার প্রীতি নির্মাণ ময়মনসিংহে ১৩ ইটভাটাকে ৭৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত লাভজনক হওয়া সত্বেও শার্শায় খেজুরের রস ও গুড় সংগ্রহে আগ্রহ নেই গাছিদের যশোরের বাগআঁচড়ায় ফেনসিডিল সহ দু’জন আটক মোরেলগঞ্জে কৃষি দপ্তরে দুদকের অভিযান ১৪টি মেশিনের ১১ ধানকাটা কম্বাইন্ড হারভেস্টার মেশিনের হদিস নেই
পঞ্চগড়ে ৮ হাজার ২৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পঞ্চগড়ে ৮ হাজার ২৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ সারা বাংলাদেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ এবং বোরো ধান হাইব্রিড উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় ৮ হাজার ২৭০জন কৃষককে রবি মৌসুমের এই কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার মোট ৮ হাজার ২৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিভিন্ন ফসলের বিপরীতে প্রণোদনা বিতরণ করা হবে। প্রত্যেক কৃষককে একবিঘা জমির বিপরীতে এ প্রণোদনা দেয়া হবে। এর মধ্যে ৬ হাজার ৪০০ জন গম চাষীকে জনপ্রতি ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৩’শ জন ভুট্টা চাষীকে জনপ্রতি দুইকেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৫’শ জন সরিষা চাষীকে জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ২০ জন শীতকালীন পেঁয়াজ চাষীকে জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ১ হাজার বোরো হাইব্রিড ধান চাষীকে দুই কেজি করে বীজ বিতরণের কাজ চলমান রয়েছে। অন্যদিকে ৫০ জন চিনাবাদাম চাষীর বিতরণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি গ্রামের আব্দুর রহিম বলেন, তিনি তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিস হতে প্রণোদনার ২০ কেজি গমের বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়ে বেশ খুশি। বিনামূল্যে প্রণোদনার গমের বীজসহ এবার আড়াই একর জমিতে গম খেত লাগিয়েছেন। গত বারের চেয়ে এবারের মৌসুমে গমের সম্ভাবনাময় ফলনের আশা করেন তিনি। অপরদিকে ভজনপুর ইউনিয়নের প্রধানগছ গ্রামের নুর ইসলাম বলেন, ১ কেজি সরিষা বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন। প্রণোদনার এই বীজে সরিষার খেত খুব ভালোই হয়েছে।

উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস বলেন- বিনামূল্যের গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ ইতোমধ্যে বিতরণ সম্পন্ন হয়েছে। আনন্দময় পরিবেশের মাধ্যমে গ্রহনকৃত কৃষকরা সরকারের দেওয়া প্রণোদনার এই বীজ দিয়ে মাঠে চাষাবাদ করছেন। বিনামূল্যের এই প্রণোদনার বীজ ও সার পাওয়ায় কৃষকরা বেশ উপকৃত হচ্ছেন। আশা করছি বিনামূল্যে বিতরণকৃত এই বীজ ও সার কেউ অবহেলিত চোখে দেখবে না। তিনি আরও বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ তাদের স্বচ্ছতার ভিত্তিতে কৃষকদের তালিকাভুক্ত করার পর অনুমোদন সাপেক্ষে সুষ্টু ও শান্তিময় পরিবেশে এই বিতরণ কার্যক্রম করা হয়েছে।

মুহম্মদ তরিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD