December 26, 2024, 6:59 pm
এম এ আলিম রিপন ঃ সুজানগর পৌর পেঁয়াজ হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। স্থানীয় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেশের অন্যতম বৃহৎ এ পেঁয়াজ হাটটিতে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিল প্রভাবশালী মহল। ফলে দেশের অন্যতম এই হাটে অবৈধ স্থাপনার কারণে অনেক কৃষককে সুজানগর-পাবনা সড়কের পাশে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হতো। ফলে সড়কে অসহনীয় যানজটের সৃষ্টি হতো। সোমবার(১১ নভেম্বর) উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে প্রথম ধাপে হাটের সরকারি জমি দখল করে গড়ে তোলা কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা প্রশাসন পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান উপস্থিত ছিলেন। এর আগে অবৈধ স্থাপনা দোকান মালিকদের সরিয়ে নিতে বলা হয়। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাটের এই জায়গা দখল করে অবৈধভাবে ভাড়া আদায় করছিল একটি অসাধু চক্র। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান,অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে হাটের জায়গা দখল করা হয়েছিল। এ ছাড়া অস্থায়ীভাবে স্থাপনা নির্মাণ করার কারণে প্রতিনিয়ত এই হাটে ভোগান্তিতে পড়তে হয়েছে পেঁয়াজ ক্রয়- বিক্রয় করতে আসা মানুষদের। তাই এই অভিযান পরিচালনা করা হয়। হাটের অন্য সকল অবৈধ স্থাপনাও সরকরি নিয়মনীতির আলোকে পর্যায়ক্রমে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।