December 21, 2024, 3:53 pm
হারুন অর রশিদ,
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: দোয়ারাবাজারে রাতের আঁধারে উচ্চবিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলা পরিষদের সিও শফিকুর রহমানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগের জেরে দু-পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এই অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব অভিযোগে স্বাক্ষী হওয়ায় সিও শফিকুর রহমানের আপন মামা মোবাইল ফোনে শিক্ষককে প্রাণ নাশের হুমকি দেন। ওইদিন রাতেই কে বা কারা বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুরসহ টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব বলেন, উপজেলা পরিষদের সিও শফিকুর রহমানের বিরুদ্ধে দায়ের করা অভিযোগে স্বাক্ষী হওয়ায় আমাকে তার আত্মীয় প্রাণনাশের হুমকি দেয় এবং কিভাবে স্কুল করি তা দেখার আছে বলেও হুমকি দেয়। ওইদিন রাতেই আমার স্কুলের তালা ভেঙে আসবাবপত্র ভাঙচুরসহ টাকা পয়সা লুট করে নিয়ে যায়। প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে লিখিত ভাবে অবহিত করেছি।