January 3, 2025, 2:12 am
আবু নাসের সিদ্দিক তুহিন
তেতুল গাছে তেতুল ধরে
আম গাছেতে আম,
বারোমাসি আমড়া খেলাম
বর্ষা কালের জাম।
তেতুল তলায়,তেতুল কুড়াই
মুখ খুললেই জল,
তেতুল খাওয়ায় সাদ্ধি লাগে
বাড়িয়ে দেবে বল।
তেতুল গোলা ছোট্ট বেলা
ফেরির নিকট খেতাম,
উপহারটা গোলা দিয়েই
হেব্বি মজা পেতাম।
তেতুল আচাঁড় মজার লাগে
চটপটিতে জল,
বন্ধুরা সব হৈ দিয়েছে
তেতুল খাবো চল।
বাঘা তেতুল মিষ্টি তেতুল
তেতুল মানেই টক,
কেন জানি আমার এখন
তেতুল খাওয়ার শখ।