December 26, 2024, 9:18 pm
এম এস সাগর।
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা এলজিইডির আওতায় কদমতলা বাজার থেকে হাসনাবাদ ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৪হাজার ৭৯০মিটার খানাখন্দ ও ভাঙ্গাচোরা রাস্তা সংস্কার হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন হয়েছে।
নাগেশ্বরী এলজিইডির সূত্রে, নাগেশ্বরীর কদমতলা বাজার থেকে হাসনাবাদ ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৪হাজার ৭৯০মিটার রাস্তা ১কোটি ২৯লাখ ৭৫হাজার টাকা চুক্তিমূল্যে সড়ক সংস্কার ঠিকাদারী প্রতিষ্ঠান পপি ট্রেডাসের পক্ষে আমিনুল ইসলাম পাঠান এর মাধ্যমে রাস্তা সংস্কার চলছে।
সরেজমিনে, কদমতলা বাজার থেকে হাসনাবাদ ইউনিয়ন পরিষদ পর্যন্ত রাস্তাটি সংস্কারের ফলে পাল্টে যাবে গ্রামীণ অবকাঠামোর চিত্র। যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনের ফলে কৃষি, ব্যবসা, শিক্ষা,স্বাস্থ্য ক্ষেত্রে হবে ব্যাপক পরিবর্তন। রাস্তা সংস্কারের ফলে এলাকার স্কুল-কলেজগামী অসংখ্য ছাত্রছাত্রী আর এলাকার বয়োবৃদ্ধ রোগীরা নিরাপদে চলাচল করতে পারবে। এ যেন যোগাযোগ ব্যবস্থায় এসেছে আমূল পরিবর্তন।
হাসনাবাদ ইউনিয়নের অনেকে জানান, রাস্তা টি চলাচলে অনুপযোগী ছিল। রাস্তা সংস্কার কাজ সঠিকভাবে এগিয়ে চলছে।
কুড়িগ্রাম এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কুড়িগ্রাম যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন বাস্তবায়ন করছে। নাগেশ্বরীর কদমতলা বাজার থেকে হাসনাবাদ ইউনিয়ন পরিষদ রাস্তা সংস্কার কাজ আমরা রক্ষণাবেক্ষণ করছি। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সঠিকভাবে শেষ হবে।