December 21, 2024, 4:56 pm
এস. এম সাইফুল ইসলাম কবির:বাগেরহাটের ফকিরহাট উপজেলার বারুইডাঙ্গা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মজিদ শেখ (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন।
কৃষক আব্দুল মজিদ উপজেলার লখপুর ইউনিয়নের বারুইডাঙ্গা গ্রামের মৃত ইমান আলী শেখের ছেলে।
ফকিরহাট মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) অনুপ রায় এ তথ্য নিশ্চিত করেন জানান, মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে আব্দুল মজিদ শেখ নিজ জমিতে মোটর দিয়ে পানি দেওয়ার জন্য বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হন। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরিবারের লোকজন টের পেয়ে পুলিশকে সংবাদ দেয়।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যান। সেখানে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।