January 2, 2025, 10:07 pm
মহিউদ্দীন চৌধুরীঃ পটিয়ার উপজেলাধীন দক্ষিণ হুলাইন হযরত ইমাম হোছাইন (রাঃ) বহুমুখী ইসলামী কমপ্লেক্স ট্রাষ্ট পরিচালনায় গাউসিয়া বজল আহমদ ফকির এতিমখানায় ১০ দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলে মাদ্রাসার প্রতিষ্টাতা বিসিষ্ট ইসলামি চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু বাকার আলকাদেরীর সভাপতিত্বে এতে প্রধান ওয়ায়েজ ছিলেন অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী, প্রধান আকর্ষণ ছিলেন ইসলামি চিন্তাবিদ হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আলকাদেরী, উদ্বোধক ছিলেন, সমাজ সেবক সরোয়ার আলম, বিশেষ অতিথি ছিলেন, পটিয়া প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সাংবাদিক মহিউদ্দিন চৌধুরী,সমাজসেবক শাহাদাত হোসেন সুমন সহ আরো অনেকেই। মিলাদ মাহফিলে বক্তারা বলেছেন, কারবালা ময়দানে দৃশ্যত হযরত ইমাম হোসাইন (রা) দুরাচারি ইয়াজিদিদের হাতে শাহাদাত বরণ করলেও বাস্তবে পতন ও বিনাশ ঘটেছে নৃশংস ইয়াজিদিদের। কারণ সেদিন ইমাম হোসাইন (রা) শাহাদাত বরণ করার মাধ্যমে দ্বীন ইসলামের স্বকীয় মর্যাদাই সমুন্নত করেছেন। হযরত ইমাম হোসাইনের (রা) শাহাদাতের সিঁড়ি বেয়ে আজ বিশ্বজুড়ে ইসলামের ঝান্ডা পত পত করে উড়ছে। কিয়ামত পর্যন্ত উড়তেই থাকবে।বক্তারা আরোও বলেন, রাসূল (সা.) এর আহলে বায়াত ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জান-মাল উৎসর্গ করেছেন যা ইতিহাসে অবিস্মরণীয় এবং বরণীয়। অপসংস্কৃতি, কুসংস্কার, অন্যায়, অবিচার, মদ্যপান, ব্যাভিচার-পাপাচার, অপরাজনীতি, ধর্মের অবমাননা ইত্যাদি গর্হিত কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষাই কারবালার মূল দর্শন।