January 3, 2025, 8:50 am
পাইকগাছা ( খুলন ) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছার বাইনবাড়ীয়া স্কুলবাড়ী (পুলিশ ক্যাম্প) খেয়াঘাটস্থ ঘোষখালী নদীর উপর ৭২ মিঃ দৈর্ঘ্য ব্রীজের কাজ শুরু হয়েছে।
রোববার সকালে পাইলিংএর জন্য বালিভরাট ও লেভেল পয়েন্ট যাচাই করেছেন এল,জি,ই,ডি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, এল,জি,ই,ডি’র কলসালটে›
ট সামসুল হুদা মগবুল, গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি, এম আব্দুস সালাম কেরু,উপ-সহকারী প্রকৌশলী স্বজল বিশ্বাস, সার্ভেয়ার ইমরান হোসেন সহ আসাদুজ্জামান খান। ৬ কোটি ৯৮ লক্ষ ৩৬ হাজার টাকা ব্যয়ে খুলনার ঝ,অ,তঞ(ঔঠ) নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ প্রকল্পটি বাস্তবায়ন করবেন। এছাড়া ব্রীজের দু’পারে প্রায় সাড়ে ৩শ মিটার কানের্টিং রোড করা হবে।
স্থানীয়রা খুলনা-৬ ( পাইকগাছা-কয়রা)র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মুলত এমপির নির্বাচনকালীন প্রতিশ্রুতি অনুযায়ী এ ব্রীজটি নির্মিত হচ্ছে। এটি নির্মিত হলে এ অ লের যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন সহ অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে।