January 15, 2025, 12:56 pm
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের রাইপুর গ্রামের এক দরিদ্র কৃষকের ৭ বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদি হয়ে সুজানগর থানায় মামলা দায়ের করেন। এর পরপরই অভিযান চালিয়ে ধর্ষক মুসা সরদারকে(৫৭) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মুসা সরদার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের রাইপুর গ্রামের মৃত পাথারী সরদারের ছেলে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান জানান, গত শুক্রবার বিকাল ৪টার দিকে ওই শিশুকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী মুসা । পরে শিশুটির চিৎকারে স্বজনরা ছুটে এলে কৌশলে পালিয়ে যায় সে। এ সময় মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রবিবার দুপুরে শিশুটির মা বাদী হয়ে সুজানগর থানায় মামলা দায়ের করলে এদিন বিকালেই অভিযান চালিয়ে ধর্ষক মুসাকে গ্রেফতার করা হয়।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।