লালমনিরহাটে ৯কেজি গাঁজা প্রাইভেটকারসহ গ্রেফতার হেলাল

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন সারপুকুর মৌজাস্থ স্বর্নামতি ব্রিজে এলাকা হইতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা ও প্রাইভেটকার সহ এক জনকে গ্রেফতার করেন।

লালমনিরহাট ডিবি অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আমিরুল ইসলাম, এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম খলিল, এএসআই/মোঃ মোফাজ্জল হোসেন, এএসআই আমিনুল ইসলাম, ও সঙ্গীয় ফোর্স সহ লালমনিরহাটের আদিতমারী থানাধীন সারপুকুর মৌজাস্থ স্বর্নামতি ব্রিজের ১০০ গজ পূর্বে লালমনিরহাট হইতে পাটগ্রামগামী হাইওয়ে রাস্তার উত্তর পার্শ্ব হইতে মোঃ হেলাল উদ্দিন (৩২), এর চালিত প্রাইভেট কার এর পিছনের ডালার ভিতরে লাল পলিথিনের উপর কসটেপ দারা প্যাঁচানো ও পাটের সুতলী দারা মোড়ানো অবস্থায় ০২ পোটলা মাদকদ্রব্য গাঁজা যাহার প্রতি পোটলায় ৪ কেজি ৫০০ গ্রাম করিয়া দুই পোটলায় মোট ৯(নয়) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ হেলাল উদ্দিন, কে হাতেনাতে গ্রেফতার করেন লালমনিরহাট ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা হয়।

লালমনিরহাট ডিবি অফিসার ইনচার্জ(ওসি)মোঃ আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানাধীন সারপুকুর মৌজাস্থ স্বর্নামতি ব্রিজের ১০০ গজ পূর্বে লালমনিরহাট হইতে পাটগ্রামগামী হাইওয়ে রাস্তার উত্তর পার্শ্বে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৯কেজি গাঁজা ও মাদকদ্রব্য গাঁজা বহনকারী প্রাইভেটকারসহ এক জনকে গ্রেফতার করেন।

হাসমত উল্ল্যাহ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *