January 15, 2025, 10:26 am
এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে মো.নজরুল ইসলাম নামে এক স্যানিটারি ব্যবসায়ীকে মারপিটের প্রতিবাদে ও দুর্বৃত্তদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সুজানগর পৌর স্যানিটারি ব্যবসায়ী মালিক সমিতির ব্যানারে বেলা ১১টায় স্থানীয় পৌর বাজার এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর স্যানিটারি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শাহজাহান আলী,সহ-সভাপতি মিজানুর রহমান মিনু, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, কোষাধ্যক্ষ মো.নাজমুল,সদস্য হাবিবুর রহমান রব ও ফিরোজ রানা প্রমুখ। বক্তারা ব্যবসায়ী নজরুল ইসলামের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন সংশ্লিষ্ট প্রশাসনের নিকট। গ্রেফতার না হলে কঠের আন্দোলনের ঘোষণা দেন ব্যবসায়ী নেতারা। এর আগে বাজারের সকল স্যানিটারি দোকান বন্ধ ঘোষণা করে প্রতিবাদ মিছিল করে ব্যবসায়ীরা । উল্লেখ্য, গত বুধবার বিকাল ৫টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলায় মারাত্মক জখম হন ব্যবসায়ী নজরুল ইসলাম। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় মুরাদ খন্দকার ও মোজাম্মেল খন্দকার নামক ২ ব্যক্তিকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন ব্যবসায়ী নজরুল ইসলাম। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি আব্দুল হাননান জানান,মামলার ভিত্তিতে আসামীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।