বানিয়াচংয়ে ৪৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক বিক্রেতা আটক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে অভিযান চালিয়ে ৪৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক বিক্রেতা সাজিরুল খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩ আগষ্ট গভীর রাতে ওসি অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এসআই অমিতাভ দাস তালুকদার, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ তোহাসহ একদল পুলিশ অভিযান চালায়। এ সময় দোয়াখানী গ্রামের ছালেক মিয়ার স্ত্রী মোছাঃ সাজিরুন খাতুন (৩৩) কে উল্লেখিত পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আসামীর বিরুদ্ধে বানিয়াচং থানায় মাদক মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া মাদক, জুয়া, চুরি, ডাকাতি, মারামারি রোধকল্পে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

সৈয়দ মশিউর রহমান হবিগঞ্জ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *