January 21, 2025, 9:00 am
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
হাজারো মানুষের চোখের জলে নলছিটির সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন’র অন্তিম শয়ন।
নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান
মোঃ নজরুল ইসলাম শাহীন তালুকদার (শাহীন চেয়ারম্যান) ১ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার স্ট্রোক করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন করেন।
২ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় ইলেন ভুট্টো বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে দল মত নির্বিশেষে হাজার হাজার মানুষের চোখের জল আর ভালোবাসায় চির বিদায় জানানো হয় চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীনকে। তার জানাজার নামাজে অংশ নিয়ে স্মৃতিচারণ করেন ঝালকাঠি-২ আসনের সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু,জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট জিকে মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির,বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু,জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, নলছিটির সাবেক সভাপতি নূরুল ইসলাম গিয়াস মাঝি, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী দুলাল, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।