July 12, 2025, 10:41 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সুজানগরে বিএনপির দুই গ্রুপের সং-ঘর্ষের ঘটনায় মা-মলা, গ্রেফ-তার-১ পঞ্চগড়ে বিসিক নগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ দেলদার রহমান কারা-গারে নেছারাবাদে পনের বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত সহকারি শিক্ষক এস এস সি পরীক্ষায় পাশ মাত্র দুইজন নড়াইলের পল্লীতে ফুটবল খেলা নিয়ে সং-ঘর্ষ, একজন নিহ-ত এলাকায় অতিরিক্ত পুলিশ মো-তায়েন বাবুগঞ্জের পূর্ব রহমতপুরে অটোচালকদের ভাড়া নৈরা-জ্য, যাত্রীরা অতি-ষ্ঠ রাজশাহীতে ২০ কেজি পটল বিক্রি করে মিলছে ১ কেজি কাঁচা মরিচ কাঁচামরিচের যতগুণ হঠাৎ করে দাম বেড়ে ৪০০ টাকা কেজি বাবুগঞ্জের রহমতপুরে রাজার খাল দ-খল দূ-ষণে পরিবেশ বি-পর্যয় প্রশাসনের হ–স্তক্ষেপ দাবি স্থানীয়দের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফো-রণে স্বামী স্ত্রীসহ ৪জন দ-গ্ধ যশোর-১ শার্শা আসনে বি এন পি’র ৪ নেতা মনোনয়ন প্রত্যাশী, একক প্রার্থী জামাতের
উন্নয়ন প্রকল্পের অবকাঠামো বাস্তবায়নের অন্যতম উপকরণ বালু

উন্নয়ন প্রকল্পের অবকাঠামো বাস্তবায়নের অন্যতম উপকরণ বালু

এনামুল হক সরকার,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

উন্নয়ন প্রকল্পের অবকাঠামো বাস্তবায়নের অন্যতম উপকরণ বালু। বালুমহাল হতে বালু উত্তোলন হলে রাজারহাটে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহায়ক হবে সরকার ঘোষিত কালিরহাট বালুমহাল।উন্নয়ন প্রকল্পের অবকাঠামো নির্মাণকাজ বাস্তবায়নে অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হলো বালু। অপরিকল্পিতভাবে বালু বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে যেখানে সেখানে ড্রেজার বসিয়ে নদী থেকে বালু উত্তোলনের কারণে বিলীন হয়েছে তীরবর্তী শতশত ঘরবাড়ি পাশাপাশি সরকার হারিয়েছে রাজস্ব।
পরিকল্পিতভাবে বালু উত্তোলন করলে নদী ফিরে পাবে নাব্যতা ঠিক থাকবে পানির গতিপথ। গত কয়েক বছর ধরে অবৈধ ভাবে বালু উত্তোলন প্রায় বন্ধ হওয়ার কারণে বিভিন্ন ঠিকাদারী ও ব্যক্তি পর্যায়ের উন্নয়ন কর্মকান্ডে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়। অপরদিকে বালু মহাল ছাড়া বালু উত্তোলন করা দন্ডনীয় অপরাধ এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা নীতিমালা ২০১০অনুযায়ী বিপনের উদ্দেশ্যে আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে নদীর তলদেশ বা উম্মুক্ত স্থানে বালু উত্তোলন নিষিদ্ধ । এছাড়া উক্ত আইনে বালু উত্তোলন ও বিপননের উদ্দেশ্যে ড্রেজিংয়ের অপরাধে অনূর্ধ্ব দুই বছর কারাদন্ড এবং সর্বনিম্ন ৫০হাজার থেকে ১০লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডের বিধান রয়েছে।এঅবস্থায় সরকার অনুমোদিত বালু মহালটি চালু হলে উন্নয়ন প্রকল্পগুলোতে নতুন গতি সঞ্চার করবে।জেলা প্রশাসকের রিভিনিউ শাখা সুত্রে জানা গেছে, রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ভিতর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর ১০ দশমিক ৮৫ একর জমির উপর এই বালু মহাল ইজারা কার্যক্রমের শেষ প্রস্তুতি চলছে।
বালু মহাল হতে নিয়মতান্ত্রিকভাবে ইজারাদার বালু উত্তোলনে সৃষ্টি হবে কর্মসংস্থান বৃদ্ধিসহ রাজস্ব আয় ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহায়ক হবে বলে জানিয়েছেন ঠিকাদার ও সচেতন মহল। গত ২১শে নভেম্বর জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরীত পত্রে বালু মহাল ইজারা গ্রহণের নিমিত্তে বিজ্ঞাপ্তি পত্রিকায় প্রকাশিত হয়েছে।প্রথম ও দ্বিতীয় শ্রেণীর লাইসেন্সের জন্য আবেদন করেছেন প্রায় দেড়শতাধিক ঠিকাদার।
রাজারহাট উপজেলা প্রকৌশলী মো: সোহেল রানা দৈনিক আমার সংবাদকে বলেন,উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বালুর বিকল্প নেই। বালুর অভাবে উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়নে ধীরগতি ছিলো। ঘোষিত বালুমহাল হতে বালু উত্তোলন হলে সরকার পাবে রাজস্ব,পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হবে।

রাজারহাট উপজেলার ঠিকাদার আজগার আলী বলেন,বৈধ বালু মহাল না থাকায় তিস্তা নদী থেকে যত্রতত্র অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন চলে আসায় নদী ভাঙন সহ বিভিন্ন সমস্যা দেখা দিত। এখন নির্ধারীত বালু মহাল চালু হলে নদী ভাঙন প্রতিরোধ এবং নির্মাণ কাছে গতি বাড়বে। রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম গেজেট প্রকাশের বিষয়টি নিশ্চিত করে দৈনিক আমার সংবাদকে বলেন এই অঞ্চলের মানুষের দাবি ছিলো অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে বৈধভাবে বালু উত্তোলনের ব্যবস্থা করা, জনগণের দাবির প্রেক্ষিতে যাচাই বাছাই করে পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ অধিদপ্তরের মতামতের ভিত্তিতে স্থান নির্ধারণ করা হয়েছে যাহা উন্নয়ন প্রকল্পের অবকাঠামো নির্মাণ কাজের সহায়ক হবে।ইজারা প্রদান প্রক্রিয়া জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রক্রিয়াধীন #

এনামুল হক সরকার
রাজারহাট কুড়িগ্রাম।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD