January 15, 2025, 8:11 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সুজানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ উন্নত দেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে- ইউএনও রাশেদুজ্জামান ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফো-রণে দুইজন তানোরে জামায়াতের রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন নজির হোসেন ফাউন্ডেশন নারীদের স্বাস্থ্য সচেতনতা ও টেকসই উন্নয়নে টিম চিহ্নের ব্যতিক্রমী উদ্যোগ নলছিটিতে জিয়া সাইবার ফোর্সের উপজেলা ও পৌর কমিটি গঠন থানচিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এসবিএম ইট ভাটাকে জরিমানা সার ও বীজের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের ডিলারশিপ বাতিল হয়ে যাবে-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত
পঞ্চগড়ে ট্রাক্টর দিয়ে চাষ করে নষ্ট করা হয়েছে খেতের ফসল

পঞ্চগড়ে ট্রাক্টর দিয়ে চাষ করে নষ্ট করা হয়েছে খেতের ফসল

মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় ;
পঞ্চগড়ে ৪০ বিঘা ফসলি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করে নষ্ট করা হয়েছে খেতের ফসল। ধার দেনা আর ঋণ করে ফসল আবাদ করলেও শেষ পর্যন্ত ফসল ঘরে তোলা হয়নি জেলার দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মালচন্ডি বগড়ডাঙ্গা এলাকার প্রায় ৪০ জন কৃষকের। ঋণের কিস্তি পরিশোধের চিন্তা আর ফসলের খেত নষ্ট হওয়ায় দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

এই ঘটনায় সোমবার (২৮ নভেম্বর) আব্দুল হাই নামে এক ব্যক্তি ২৮ জনের নামসহ অজ্ঞাত আরো ২১০ জনের কথা উল্লেখ করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ভুক্তভোগীরা জানান, গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় বিস্তীর্ণ চরে নারীরা খেতে কাজ করতে গেলে পার্শ্ববর্তী সোনাহার মল্লিকাদহ ইউনিয়নে আকন্দপাড়া এলাকার নজর আলীর ছেলে আব্দুর রশিদ ও কুমারগাড়ি এলাকার বছির মন্ডলের ছেলে আব্দুল আজিজের নির্দেশে প্রায় দুইশত ভাড়াটে লোকের উপস্থিতিতে দুইটি ট্রাক্টর দিয়ে করতোয়া নদীর পাড়ে প্রায় ৪০ বিঘা আবাদি জমিতে চাষ দিয়ে খেতের আলু, পিঁয়াজ, ভুট্টা নষ্ট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে এই ফসলগুলো বিক্রয় উপযোগী হতো। এতে প্রায় ১৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ফসল নষ্ট হওয়ায় বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা।

মামলার নথি ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, ১৯৭৭ সালের জানুয়ারির ১ তারিখে পত্তনী মালিক ওয়ারেজ আলী, কিনু মোহাম্মদ, হিরু শেখ ও ইমান হোসেনের নিকট থেকে ৬৫৫ নং দলিলে তিন একর, একই বছর ২৪ জানুয়ারি ৬৫৪ নং দলিলে তিন একর ও ৬৫৬ নং দলিলে তিন একর ও ২৮ জানুয়ারি ৬৫৭ নং দলিলে তিন একরসহ আরাজী সুন্দরদিঘী মৌজায় মোট ১২ একর জমির দলিল রেজিস্ট্রি করা হয়। প্রায় ৪৫ বছর ধরে এখানে ভুক্তভোগীরা চাষাবাদ করে আসছেন।

এরই মধ্যে আব্দুর রশিদ এই জমি নিজেদের বলে দাবি করেন এবং ভোগদখলকারীদের বিরুদ্ধে উক্ত জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে গত ২৫ অক্টোবর মামলা দায়ের করেন। আদালত মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেন সুন্দরদিঘী ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী ভূমি কর্মকর্তাকে। ভূমি কর্মকর্তার তদন্ত প্রতিবেদন ও আদালতের আদেশের প্রেক্ষিতে ১৬ নভেম্বর আব্দুর রশিদ গং দুইটি ট্রাক্টর দিয়ে ফসলে খেতে চাষ দেন। যদিও আদালত খেতে চাষের বিষয়ে কোনো আদেশ দেননি।

ভুক্তভোগীদের দাবি আদালতে মামলা দায়ের হলেও তারা আদালত থেকে কোন প্রকার কারণ দর্শানোর নোটিশ পাননি। এদিকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে সুন্দরদিঘী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল জলিলকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিলেও তিনি উল্লেখিত জমিতে সরেজমিন তদন্ত না করেই অনৈতিক সুবিধা গ্রহণ করে আব্দুর রশিদের পক্ষে মনগড়া প্রতিবেদন জমা দেন বলে অভিযোগ ভুক্তভোগী।

২৫ হাজার টাকা ঋণের মামলায় ১২ কৃষক জেলে
সুন্দরদিঘী ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল জলিল অভিযোগের প্রেক্ষিতে বলেন, সুরমান গং আমার বিরুদ্ধে যে অভিযোগ করছেন তা সম্পূর্ণ মিথ্যা। আমি তদন্ত প্রতিবেদন দেওয়ার পূর্বে সরেজমিন ঘটনাস্থলে গেছিলাম। সেসময় উভয়পক্ষ উপস্থিত ছিলেন। এই সময় আব্দুল জলিল প্রতিবেদককে একহাজার টাকা দেওয়ার চেষ্টা করেন এবং বিষয়টি নিয়ে লেখালেখি না করার অনুরোধ জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস বলেন, আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে আছি। ইতিমধ্যে বিঘা প্রতি আড়াই কেজি ভুট্টার বীজ, টিএসপি, এমওপি সার দেওয়ার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছে। আর ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে এসি ল্যান্ডকে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।

মামলার বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জে থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন বলেন, আসামি গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।

এই বিষয়ে আব্দুর রশিদ সাংবাদিকদের কোনো বক্তব্য দিতে রাজি হননি।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD