September 16, 2025, 6:43 pm
হারুন অর রশিদ।
দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সমাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ও স্বামী পরিত্যক্ত দুঃস্থ মহিলাসহ বিভিন্ন ক্যাটাগরির ভাতাভোগীদের মধ্যে ভাতা পরিশোধের বই বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সভা কক্ষে ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহের উপস্থিতিতে ২৬৭ জন ভাতাভোগীদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সানোয়ার হোসেন, স্থানীয় ইউপি সদস্য-সদস্যাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ বলেন, সরকার দেশ ও জাতির কল্যানে নিরলস কাজ করে যাচ্ছে। জীবন জীবিকার তাগিদে দেশের কোনো মানুষই যেনো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। সেই আলোকে দেশের অসচ্ছল নারী-পুরুষের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ভাতা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।