August 27, 2025, 5:10 pm
এম এস সাগর,
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বিশ্ব-ব্যাংকের অর্থায়নে মানব-সম্পদ উন্নয়নে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়নে ৯টি উপজেলার ৭২টি ইউনিয়নে স্বাস্থ্যবিধি, রোগ প্রতিরোধ, পরিবেশকে পরিষ্কার ও স্বাচ্ছন্দ্য রাখতে শৌচাগার নির্মাণের কাজ চলমান রয়েছে।
জানা গেছে, কুড়িগ্রামে মানব-সম্পদ উন্নয়নে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়নে ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে মানব-সম্পদ উন্নয়নে গ্রামীন পানি সরবরাহ ও স্যানিটেশন প্রজেক্টের আওতায় কুড়িগ্রামের উলিপুর, চিলমারী, রৌমারী, রাজিবপুর, নাগেশ্বরী, ফুলবাড়ি, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলার ৭২টি ইউনিয়নে
১৬হাজার ৪৮৮টি স্বাস্থ্যসন্মত ল্যাট্রিন প্রকল্পের কাজ চলমান রয়েছে।।প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলার ৭২টি ইউনিয়নের মফস্বল ও চলাঞ্চলের হতদরিদ্র পরিবার স্বাস্থ্যবিধি, রোগ প্রতিরোধ, পরিবেশকে পরিষ্কার ও স্বাচ্ছন্দ্য ল্যাট্রিন ব্যবহার করে জনস্বাস্থ্য সেবায় সার্বিকভাবে উন্নীত হবে এবং বদলে যাবে ৭২টি ইউনিয়নের দৃশ্যপট। অপরদিকে নয়টি উপজেলার ন্যায় নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়নে ৩হাজার ২০৬টি ল্যাট্রিন নির্মাণ সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে। ফলে গ্রাম ও চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষরা ল্যাট্রিন পেয়ে জনস্বাস্থ্য সেবায় উন্নতি হচ্ছে।
উপকারভোগী রামখানা সাদেকেরকুটি গ্রামের সোরাফ উদ্দিন, হাসনাবাদ বলায়েরপাটের মোখলেচুর রহমান, নুনখাওয়া বাহুবল মন্ডলেরভিটার জাবেদ আলী, কালিগঞ্জ মন্নেয়ারপাড়ের কছিরন বেগম, বল্লভেরখাস সরকারটারীর ছামিনা বেগম ও নেওয়াশী মন্ডল্টারীর শহিদুল ইসলাম সহ অনেকে বলেন, ৭২টি ইউনিয়নে মানব-সম্পদ উন্নয়নে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়নে স্বাস্থ্যসন্মত ল্যাট্রিন প্রকল্পের কাজ সঠিকভাবে নির্মাণ চলছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে আমাদের মতো মফস্বল ও চরাঞ্চলের হতদরিদ্র পরিবার স্বাস্থ্যবিধি, রোগ প্রতিরোধ, পরিবেশকে পরিষ্কার ও স্বাচ্ছন্দ্য করবে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নাগেশ্বরী উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. ফিরোজ কবীর বলেন, মাঠ পর্যায়ে কাজ সুষ্ঠুভাবে তদারকি চলমান রয়েছে। গুণগতমান বজায় রেখে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ল্যাট্রিন নির্মাণ চলছে।
কুড়িগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হারুনুর রশিদ বলেন, নির্মাণ কাজ সর্বোচ্চ গুণগতমান বজায় রেখে চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে।