August 18, 2025, 5:15 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
হাঁটি হাঁটি পা করে ৩১ বছরে উপনীত হয়েছে ময়মনসিংহের চুরখাই – উইনারপাড় এলাকায় অবস্থিত
কমিউনিটি বেজ্ড মেডিক্যাল কলেজ। এ উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচি হাতে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ । সোমবার (১৮ আগস্ট) কলেজ ক্যাম্পাস সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী দিনের অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক্তারদের নেতা বিশিষ্ট সমাজ সেবক প্রফেসর ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী।
আলোচনা অনুষ্ঠান পর্বে সভাপতিত্ব করেন কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মির্জ্জা মানজুরুল হক।
প্রফেসর ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী তার বক্তব্যে বলেন- মাত্র ৩০ জন মিলে ৩১বছর আগে কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন। ওই সময় অনেকেই ভাবতেই পারেননি যে এটি এত দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হয়ে উঠবে। তিনি বলেন, ‘চিকিৎসা পেশা সত্যিকার অর্থে একটি মহৎ পেশা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-কমিউনিটি হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী সভাপতি শেখ মো. আব্দুল মান্নান, কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজের গভর্নিং বডির সভাপতি মোমেনুল হক, পরিচালক এম করিম খান ডাঃ মির্জা হামিদুল হক প্রমুখ।
উল্লেখ্য-ময়মনসিংহ শহর থেকে ১০ কি.মি দূরে ১৯৯৫ সনে ১৩ একর জমির উপর গড়ে উঠেছে বৃহত্তর ময়মনসিংহের একমাত্র বেসরকারী মেডিকেল কলেজ ‘‘কমিউনিটি বেজড মেডিকেল কলেজ (সিবিএমসি)’’। ছাত্রছাত্রীদের প্রশিক্ষনের জন্য কলেজের সাথে তৈরী করা হয়েছে ৫০০ শয্যা বিশিষ্ঠ একটি হাসপাতাল। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশাল ক্যাম্পাস এবং আবাসিক হোস্টেল। এছাড়াও রয়েছে লাইব্রেরী, কম্পিউটার এবং ইন্টারনেটের সুব্যবস্থা, কমন রম্নম এবং টিচার্স- স্টুডেন্ট্স ফোরাম। প্রতি সপ্তাহে ১টি করে সেমিনার অনুষ্ঠিত হয় ছাত্র-ছাত্রীদের ক্লিনিক্যাল শিক্ষার জন্য। এ পর্যমত্ম কলেজ থেকে ৪৪৮ জন এমবিবিএস কোর্স সম্পন্ন করে বের হয়েছে। বৃহত্তর ময়মনসিংহের একমাত্র বেসরকারী মেডিকেল কলেজ ‘‘কমিউনিটি বেজড মেডিকেল কলেজ’। এটি ১৯৯৫ সালে কমিউনিটি হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। এখানে ১ বছর মেয়াদী হাতে-কলমে শিখনসহ (Internship) স্নাতক পর্যায়ের ৫ বছর মেয়াদি এম.বি.বি.এস. শিক্ষাক্রম চালু রয়েছে।
এ কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হচ্ছেন মরহুম মোফাখখারুল ইসলাম। বর্তমান এক্সিকিউটিভ প্রেসিডেন্ট প্রফেসর সিদ্দিকুর রহমান।
সম্প্রতি এক্সিকিউটিভ প্রেসিডেন্ট প্রফেসর সিদ্দিকুর রহমান, ট্রেজারার প্রফেসর সাবিবর আহমেদের উদ্দ্যোগে হাসপাতালের সেবার মান বৃদ্ধি ও স্বচ্ছতা আনয়নের লক্ষে সকল বিভাগে সফটওয়্যার চালু করা হয়েছে।