August 2, 2025, 3:28 am
সিরাজগঞ্জ প্রতিনিধি :
ইতিহাসের স্মৃতি বিজড়িত সলঙ্গা বাজার ব্যবসায়ীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (১ আগস্ট) বাদ জুমা মৌলভী আব্দুল ওয়াহেদ মিলনায়তন হলরুমে সলঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী জুম ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী কে.এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে সভার কাজ শুরু হয়।দাদপুর জি.আর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ও সলঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি,সলঙ্গা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও সলঙ্গা হাট ইজারাদার জননেতা মতিয়ার রহমান সরকার।সলঙ্গা বাজার ব্যবসায়ীদের আয়োজনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব মারুফ হাসান খোকন,সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও: আব্দুল গফুর,বিএনপি নেতা কে.এম আহসান হাবীব,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দেলোয়ার হোসেন,সলঙ্গা থানা যুব দলের সাবেক সদস্য সচিব,বিশিষ্ট ব্যবসায়ী শাহীন রেজা,
বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হায়দার,বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা প্রমুখ। এ ছাড়াও উপস্থিত সাধারন ব্যবসায়ীদের মধ্য হতেও উন্মুক্ত আলোচনা করেন।আলোচনা সভায় বক্তারা বলেন,প্রতি শুক্রবার সাড়ে ১২ টা হতে আধাবেলা বাজারের সকল দোকান পাট বন্ধ রাখতে হবে।
ব্যবসায়ীদের ঘামে ভেজা,পরিশ্রমের টাকায়
সলঙ্গা বাজারে কোন ধরনের চাঁদাবাজী চলবে না। মদ,জুয়া,নেশা মুক্ত সলঙ্গা বাজার গড়তে হবে।সলঙ্গার প্রবেশ পথ স্লুইস গেট,নতুন ব্রীজ মাদ্রাসা মোড়সহ সকল স্থানে যানজট দুর করতে হবে।নৈশ পাহাদারের বেতন ভাতা সকল দোকানীকে যথা সময়ে প্রদান করতে হবে।
সলঙ্গা বাজারে ফেলে রাখা বর্জের দুর্গন্ধ,জলাবদ্ধতা, বাজারের গুরুত্বপুর্ণ রাস্তাগুলোতে স্যাঁতস্যাঁতে কাদামুক্ত আর দুর্বল ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করতে হবে।বক্তারা আরও বলেন,সলঙ্গা বাজারের সকল অব্যবস্থাপনা ও অবৈধ দখলদার মুক্ত করতে হবে। সলঙ্গা বাজারের প্রতিটি পট্রিতে আলাদা কমিটি গঠন পুর্বক সব মিলিয়ে একটি শক্তিশালী বাজার ব্যবসায়ী সমিতি গঠন করতে হবে।সংশ্লিষ্টদের সাথে
আলোচনা সাপেক্ষে বাজারের মেইন পোলে পোলে লাইটিং ব্যবস্থা চালু করতে হবে।সম্মানিত আলোচকবৃন্দের আলোচনার সাথে একাত্বতা প্রকাশ করে প্রধান অতিথি জননেতা মতিয়ার রহমান সরকার সলঙ্গা বাজারের চিহ্নিত সমস্যাগুলো সমাধানের আশ্বাস প্রদান করে বলেন,আমি হাট ইজারাদারের দায়িত্ব গ্রহনের পর দীর্ঘ দিনের সমস্যাগুলো ধাপে ধাপে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আন্দোলনের সুতিকাগার, ঐতিহাসিক সলঙ্গা হাটের দুরাবস্থা,যানজট, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা দুরীকরণে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন কবিরসহ উপজেলা প্রকৌশলীকে সরেজমিনে নিয়ে এসে ঘুরে ঘুরে দেখিয়েছি। অচিরেই সলঙ্গা হাটের উন্নয়ন কাজ শুরু হবে বলে তারা আশ্বাস দিয়েছেন।স্বত:স্ফুর্ত বাজার ব্যবসায়ীদের অংশ গ্রহনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শেষে দোয়া ও মধ্যাহ্ন ভোজের মাধ্যমে সমাবেশের সমাপ্তি হয়।