July 28, 2025, 5:56 pm
বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের বাসিন্দা শিউলী আক্তারের নাম দীর্ঘদিন ধরে প্রতিবন্ধীর তালিকায় না থাকায় মানবিক উদ্বেগ প্রকাশ করেন স্থানীয়রা। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারুক আহমেদ।
তিনি সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশনা দেন যাতে শিউলীকে দ্রুত সরকারি প্রতিবন্ধী তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং প্রযোজ্য সুবিধাগুলো প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল হোসেন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান এবং উপজেলা পরিষদের (সিএ) শাহরিয়ার বাবু।
স্থানীয়রা ইউএনওর এই মানবিক সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।