গোদাগাড়ীতে রাজশাহী শিক্ষাবোর্ডে মেধা বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটারিমে পারফরমেন্স বেজড প্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষামন্ত্রণালয় কতৃক উপজেলা পরিষদ অডিটারিমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২১ জুলাই সোমবার সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক মোঃ আবদুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ,
পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিতুমিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম। এসএসসি পর্যায়ের রাজবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান ইসলাম, এইচএসসি পর্যায়ের গোদাগাড়ী সরকারী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মনিরা পারভীন। অভিভাবকগনের পক্ষে থেকে তাহেরা খাতুন, প্রধান শিক্ষকদের পক্ষ থেকে মাহাফুল আলম তোতা।

উপস্থিত ছিলেন, স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, ২০২২ ইং ও ২০২৩ ইং ৪০ জন শিক্ষা মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। ইতি পূর্বে এসএসসি/ সমমানের পরীক্ষাথীদের ১০ হাজার টাকা করে এইচএসসি /সমমানের পরীক্ষায় ২৫ হাজার টাকা করে মোবাইল ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়েছে।

বক্তাগণ আরও বলেন, নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস এ ৩২০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে, বিজ্ঞান বিভাগ থেকে ৩১৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। ওই সব কৃতি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মনীতি অনুসারণ করতে হবে। সাফল্যের গল্প শুনাতে হবে।

আজকে যদেরকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। অনেক অভিভাবকগন শিক্ষার্থীদের এ+ ভাল ফলাফলের জন্য প্রেসার দিয়ে থাকেন, এটা ঠিক নয়, এ+, বৃত্তি পাওয়া বড় বিষয়টি বড় কথা নয় সবার আগে মানুষের মত ভাল মানুষ হতে হবে। পিতা মাতা, শিক্ষক, বড়দেশকে সম্মান করতে শিখতে হবে। দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে। এ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদান করা হচ্ছে। উপজেলায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীরা ভাল ফলাফল করেছেন তাদেরকে সংবর্ধনা দেয়ার জন্য উপজেলা প্রশাসনকে আয়োজন করার অনুরোধ করা হয়। এ অনুষ্ঠানটি যখন হচ্ছে তখন অনেক শিক্ষার্থীর পাবলিক পরীক্ষা হচ্ছে। অনেকে আসতে পারেননি। শিক্ষা প্রধানদের নির্দেশনা ও অনুরোধ করে বলেন, আপনাদের গতিশীল সঠিক নেতৃত্বে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এলাকার সুধিজন নিয়ে এগিয়ে যেতে হবে। যুমানা নদীর ওপারে শিক্ষার্থী পরিশ্রমে থাকে, তাদের শিক্ষার মান উন্নত। ভাল রেজাল্ট, জিপিএ-৫ পাবার জন্য পড়া লিখা করা হয় এটা ঠিক না। বেশীর শিক্ষার্থীর লক্ষ্য ও উদ্দেশ্য ডাক্তার, প্রকৌশলী হবার। দেশের ভাল শিক্ষার্থীদের সরকারীভাবে পুরস্কৃত করচ্ছি। কিন্তু এসব শিক্ষার্থীরা হারিয়ে যাচ্ছে। ভারত, জাপান, চীন থেকে লোক নিয়ে আসতে হচ্ছে কেন?। চিকিৎসা বিভাগে ভাল ভাল ডাক্তার থাকা শর্তেও হাজার হাজার মানুষ কেন ভারতে চিকিৎসা নিতে যেতে হচ্ছে কেন? মেধাবী শিক্ষার্থীরা পাঠ্যসূচির বই ঠিকভাবে পড়া শুনা করে না।
কলিটি শিক্ষা অর্জন করতে হবে, সৃজনশীল কিছু সৃষ্টি করতে হবে।
পরিশেষে, কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *