July 15, 2025, 10:16 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
চট্টগ্রামে ‘জুলাইয়ের গান ও ড্রোন শো’—তরুণদের হৃদয়ে বিপ্লবের আলোর রেখা ভালুকায় উচ্ছে-দের পর ফের ব্যবসার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ফুটপাতের দোকানিরা চসিকের নতুন পরিচ্ছন্নতা ছ-ক: চলবে না আর ময়লার নামে লু-টপাট যশোরে অ-গ্নিকাণ্ডে ক্ষ-তিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা মধুপুরে ক্রয়কৃত জমিতে যেতে বাঁ-ধা প্রদান সহ হুম-কির অভি-যোগ দেশে ১০ মাসে ৩৫৫৪ খু-ন, ৪১০৫ ধ-র্ষণ ও ৮১৯ জনকে অ-পহরণ জনমনে আত-ঙ্ক সুজানগরে বিএনপির সংঘ-র্ষের ঘটনায় ১২নেতাকর্মী কা-রাগারে,অপর মাম-লার প্রধান আসা-মী আ-টক সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন আব্দুর রাজ্জাক গণতান্ত্রিক পদ্ধতিতে সম্মেলন দলকে সুসংগঠিত ও শক্তিশালী করবে- আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু গোদাগাড়ীর দেওপাড়া ইউপি চেয়ারম্যান যখন মাদ-ক বিরো-ধী অভি-যান পরিচালনা করে
জলবায়ু হু-মকি, প্রযুক্তি স্থানান্তর ও মানবসম্পদ রপ্তানিতে টরন্টো-চট্টগ্রাম কৌশলগত সংলাপ: মেয়র ডা. শাহাদাত

জলবায়ু হু-মকি, প্রযুক্তি স্থানান্তর ও মানবসম্পদ রপ্তানিতে টরন্টো-চট্টগ্রাম কৌশলগত সংলাপ: মেয়র ডা. শাহাদাত

শহিদুল ইসলাম,
নিজস্ব প্রতিনিধিঃ

চট্টগ্রামের চসিক মেয়র ও এমপিপি ম্যাকমাহনের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা
টরন্টোর ড্যানফোর্থে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং অন্টারিও প্রাদেশিক সংসদের প্রভাবশালী সদস্য মেরি-মার্গারেট ম্যাকমাহনের মধ্যে এক গভীর কূটনৈতিক সংলাপ। আলোচনা হয়েছে বহুমাত্রিক—কিন্তু লক্ষ্য একটাই: উভয় শহরের উন্নয়ন অংশীদারিত্বকে আরও কাঠামোগত ও টেকসই রূপ দেওয়া।

কৌশলগত আলোচনার তিনটি স্তম্ভ:

১.জলবায়ু সহনশীলতা ও প্রযুক্তি হস্তান্তর
চট্টগ্রামের প্রাকৃতিক দুর্যোগ ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত হুমকি প্রসঙ্গে মেয়র বলেন—
“চট্টগ্রাম এখন টিকে থাকার সংগ্রামে। প্রয়োজন বিজ্ঞানভিত্তিক সমাধান ও কানাডিয়ান প্রযুক্তির হস্তান্তর।”
মেয়রের প্রস্তাব: নদী ও খাল পুনর্জীবনে কানাডার অভিজ্ঞতা প্রয়োগ, স্টর্মওয়াটার ম্যানেজমেন্টে টরন্টোর প্রযুক্তিগত সহায়তা।

২.স্টার্টআপ ইনকিউবেশন ও ভেঞ্চার ক্যাপিটাল সংযোগ
চট্টগ্রামের তরুণ উদ্যোক্তাদের সক্ষমতা কাজে লাগাতে মেয়র সরাসরি অনুরোধ করেন—
“মার্স ডিসকভারি ডিস্ট্রিক্ট-এর আদলে একটি আন্তর্জাতিক মানের ইনোভেশন হাব গঠন চাই চট্টগ্রামে।”
তিনি প্রস্তাব করেন: কানাডার স্টার্টআপ ইকোসিস্টেমের সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়া এবং ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম খুলে দেওয়া।

৩.নার্সিং ও পিএসডব্লিউ পেশায় কর্মসংস্থান: বাংলাদেশের মানবসম্পদকে বিশ্বমানে রূপান্তরের প্রয়াস
বাংলাদেশের নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কানাডার মানদণ্ডে মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান, যৌথ ইনস্টিটিউট স্থাপন—এসবই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।
মেয়র বলেন, “আমাদের দক্ষতা আছে, কিন্তু দরকার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। কানাডা এই বন্ধুত্বে নেতৃত্ব দিতে পারে।”
ম্যাকমাহনের অবস্থান ছিল স্পষ্ট, দৃঢ় ও আশাব্যঞ্জক
“বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছাকাছি। জলবায়ু হোক বা নার্সিং—আমি সবক্ষেত্রে সহযোগিতায় প্রস্তুত।”
তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন—টরন্টো বাংলাদেশের অংশীদার, শুধু প্রতীকী নয়, বাস্তব প্রয়োগে।

বিশ্লেষণমূলক মন্তব্য:
এই বৈঠক শুধু একটি সৌজন্য সাক্ষাৎ নয়—এটি ভবিষ্যতের জন্য কৌশলগত নকশা। চট্টগ্রাম একটি ‘মেট্রোপলিটন ডিপ্লোম্যাসি’ রোডম্যাপে প্রবেশ করল, যেখানে নগর প্রশাসনই আন্তর্জাতিক উন্নয়নের বার্তাবাহক।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD