July 13, 2025, 10:17 pm
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //
নেছারাবাদ উপজেলায় এসএসসি পরীক্ষায় গণিতে অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার (১৭) নামের এক স্কুলছাত্রী।
শুক্রবার (১১ জুলাই) বেলা ১টার দিকে নেছারাবাদ উপজেলার ৩নং স্বরূপকাঠি ইউনিয়নের শান্তিরহাট এলাকায় নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আরামকাঠি গ্রামের হোটেল ব্যবসায়ী কবির হোসেন এর একমাত্র মেয়ে। সে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে প্রায় সব বিষয়ে ভালো রেজাল্ট করেও গণিতে ফেল করায় সে মানসিকভাবে ভেঙে পড়ে।
সুমাইয়ার মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে
শোকের ছায়া, বাবা একমাত্র মেয়ে সুমাইয়াকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছে।
সুমাইয়ার মা জানান, আমি শান্তিরহার বাজারে হোটেলে বসে বাদাম ভাজতে ছিলাম, একটু পর বাসায় গিয়ে দেখি ঘরের দরজা একটু ফাকা সুমাইয়া আড়ার সাথে ঝুলে আছে। আমি চিৎকার দিলে আসে পাশের লোকজন এসে নিচে নামায় সাথে সাথে সুমাইয়াকে হাসপাতালে নিয়ে যাই।
সুমাইয়ার চাচা সাইফুল জানান,মেয়েটা খুব ভালোছিলো, মুলত ও অংক পরীক্ষায় ফেল করায় মানসিক ভাবে ভেঙে পড়ে। শুক্রবার জুমার নামাজের সময় ঘরের ভেতর আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে। এ ঘটনায় আমরা মর্মাহত।
এ বিষয়ে নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ বনি আমিন জানান, আমারা খবর পেয়ে লাশ থানায় নিয়ে এসেছি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আনোয়ার হোসেন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি।