July 13, 2025, 10:36 pm
বরিশাল বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।
বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে স্বর্ণ বিক্রির নামে প্রতারণা করা একটি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বিএমপি মিডিয়া সেল জানায়, ১১ জুলাই (বৃহস্পতিবার) জনৈক মো: সোহরাব হোসেন গাজী (৬৪) বরিশাল মহানগর ডিবি কার্যালয়ে হাজির হয়ে অভিযোগ করেন যে, নগরীর কাউনিয়া থানাধীন ৩নং ওয়ার্ডের টেক্সটাইল সংলগ্ন শান দেওয়ান মাজারের সামনে একটি প্রতারক চক্র স্বর্ণ বিক্রির নামে তাকে ফাঁদে ফেলে। তারা তাকে স্বর্ণ সদৃশ বিভিন্ন ধরণের মূর্তি ও গহনা (মোট ৫ লক্ষ টাকার পণ্যের) দেখিয়ে ২ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
অভিযোগের ভিত্তিতে ডিবির পুলিশ পরিদর্শক মোঃ ছগীর হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযুক্তদের শনাক্ত করে। পরে ১০ জুলাই রাত ৮টা ৪৫ মিনিটে একই স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো:
১. মোঃ রিয়াজ হাওলাদার (৪৫), পিতা- ওহাব হাওলাদার, দক্ষিণ রাফিয়াদী, চাঁদপাশা, বরিশাল
২. শ্যামল হাওলাদার (৭৩), পিতা- মৃত বিষেশ্বর হাওলাদার, চরকাউয়া, বরিশাল
৩. মোঃ মনির মজুমদার (৪৪), পিতা- মৃত সাহেদ মজুমদার, চরকাউয়া, বরিশাল
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।