July 13, 2025, 9:35 pm
বাবুল হোসেন,
পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কের পাশে অবস্থিত বিসিক শিল্প নগরী বিএম কলেজের অধ্যক্ষক মো. দেলদার হোসেন দিলুকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। তবে বৃহষ্পতিবার রাতে তাকে ঢাকা থেকে আটক করে আনে পুলিশ। পঞ্চগড় সদর থানার ওসি তদন্ত আশিষ কুমার শীল বিষয়টি নিশ্চিত করেছেন
পুলিশ জানায় তার বিরুদ্ধে জেলা জজ কোর্টের অর্থঋন আদালতের মামলার ওয়ারেন্ট থাকায় তাকে ঢাকার ডিবি (ডিএমপি) জয়েন কমিশনার এলাকা থেকে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ওসি তদন্ত জানান আশিষ কুমার শীল জানান, অর্থঋন আদালতের চেক ডিজওনার মামলায় একটি ওয়ারেন্ট (এন আইএ্যাক্ট)ইস্যু ছিল এবং তিনি র্দীঘদিন ধরে পলাতক ছিলেন। পরে তার অবস্থান নির্ণয়ে প্রযুক্তি ব্যবহার করে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।এরপর শুক্রবার (১১জুলাই) সকাল ১১ টায় পঞ্চগড় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোর্পদ করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন। জানা যায়, তিনি একজন আইনজীবী।