July 14, 2025, 2:38 am
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে ত্রিশাল উপজেলার ত্রিশাল পৌর এলাকা, সদর ইউনিয়ন, ধানীখোলা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের উন্নয়ণ মুলক কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম । তিনি কাজের বিনিময়ে টাকা (কাবিখা) প্রকল্পের আওতায় নির্মিত রাস্তা সংষ্কার কাজসহ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমোলক কর্মকান্ড পরিদর্শন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।একই দিনে তিনি উপজেলার গরীব অসহায় ও মুমুর্ষ রোগীদের সুবিধার্থে ত্রিশাল উপজেলা প্রশাসন-এর উদ্ভাবন স্বেচ্ছায় রক্ত দানে এগিয়ে আসতে https://roktodaan.com/ ওয়েবসাইট এর উদ্বোধন ও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে থানা পরিদর্শন সহ গ্রাম পুলিশদের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
বৃহস্পতিবার( ১০জুলাই) সকাল এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি।এসময় জেলা প্রশাসক ত্রিশাল পৌরসভার ২ নং ওয়ার্ডের
ত্রিশাল-ধানিখোলা সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেছেন। সুত্র জানিয়েছে-২০২৪-২৫ অর্থবছরে মেসার্স ইনান এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে এডিপি’র অর্থায়নে প্রায় ৪৯.৮৮ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ত্রিশাল পৌরসভা। এই সড়কের ০-৫৯৫ মিটার অংশ ইটের সোলিং এবং বাকি ৫৯৫-১৮৬০ মিটার অংশ কার্পেটিং দ্বারা উন্নত করা হবে।
মানসম্পন্ন ও ধানীখোলা ইউনিয়নের জনগোষ্ঠীর ভাগ্য বদলে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এমনটাই প্রত্যাশা জেলা প্রশাসকের। পরিদর্শনকালে তিনি প্রকল্প এলাকার উপকার ভোগী মানুষের সাথে কথা বলেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী এবং প্রত্যাশা পূর্ণ হওয়ায় খুবই খুশি। প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান তারা। এদিকে কাজের অগ্রগতি ও মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক মুফিদুল আলম । এসময় তিনি কৃষি নির্ভর অর্থনীতি প্রসারে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
স্থানীয় বাসিন্দারা বলেন,ত্রিশাল-ধানিখোলা সড়কের উন্নয়ন কাজের প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় ত্রিশাল উপজেলার সাথে ধানীখোলাবাসীর যোগাযোগ সহজতর হল। স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়ক উন্নয়ন প্রকল্পটি ত্রিশাল-ধানিখোলা এলাকার কৃষি পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে, যা এলাকার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ জনগুরুত্ব ও গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক সমৃদ্ধি বিবেচনায় নিয়ে প্রকল্প গ্রহণ করেছি। ভবিষ্যতে নির্মিত রাস্তায় এইচবিবি রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়া হবে। ফলে কৃষকদের উৎপাদিত শস্য বাজারজাত করণ সহজ হবে।
বিভিন্ন মাটির রাস্তা নির্মাণ কাজ বাস্তবায়িত হওয়ায় গ্রামীণ জনপদের চেহারা বদলে যাবে। ত্রিশাল উপজেলার উন্নয়ন কাজ নিয়ে জেলা প্রশাসক মহোদয় কাবিখা কর্মসূচীর আওতায় সুষ্ঠু বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকীউল বারী বলেন, এবারের টিআর কাবিখা প্রকল্প বাস্তবায়নে পিআইওসহ সংশ্লিষ্ট সকলে যথেষ্ট আন্তরিকতার সাথে উন্নয়ন মুলক কাজ বাস্তবায়নের জন্য নিরলস ভাবে কাজ করছেন।কাজ মানসম্মত না হলে বার বার তাগিদ দেন তিনি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কাজের গুণগত মান নিয়ে সতর্ক করা হয় সংশ্লিষ্ট ঠিকাদারকে। তাই ঠিকাদারও সঠিকভাবে কাজ করছেন।
মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ানোর সুবিধার্থে
ত্রিশাল উপজেলা প্রশাসন-এর উদ্ভাবন
https://roktodaan.com/ ওয়েবসাইট এর গুরুত্ব নিয়ে ইউএনও জানান- এই ওয়েবসাইটটি যারা স্বেচ্ছায় রক্ত দেন এবং যাদের রক্তের প্রয়োজন তাদের মধ্যে একটা প্লাটফর্ম হিসেবে কাজ করবে। স্বেচ্ছায় রক্তদাতাগণ এই ওয়েবসাইট এ তাদের তথ্য এন্ট্রি দিতে পারবেন, আর যাদের রক্তের প্রয়োজন হবে তারা সার্চ অপশন ব্যবহার করে ডোনারদের তালিকা এবং তাদের সাথে যোগাযোগের মাধ্যম খুঁজে পাবেন। এভাবেই গড়ে উঠবে রক্তের বাঁধন। রক্ত দিন, জীবন বাঁচান। যারা নিয়মিত রক্তদান করেন বা করতে চান তাদের ওয়েবসাইটে নিবন্ধন করতে অনুরোধ করে উপজেলা নির্বাহী অফিসার আরো জানান- আমাদের স্বেচ্ছাসেবকরা মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করতে কাজ করছে। তাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। হয়তো একদিন আপনার প্রিয়জনের রক্তের প্রয়োজনে এই প্লাটফর্ম সবচেয়ে বেশি সহযোগিতা করবে।
এ সময় পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ত্রিশাল পৌরসভার প্রশাসক আব্দুল্লাহ আল বাকীউল বারী, সহকারী কমিশনার (ভূমি) ত্রিশাল মাহবুবুর রহমান এবং ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ,পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল পৌর সচিব, প্রধান প্রকৌশলী
সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।