May 25, 2025, 8:38 pm
শহিদুল ইসলাম,
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় দৈনিক দিনকাল পত্রিকার -মহেশপুর উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব মহেশপুর এর সিনিয়র সহ-সভাপতি মোঃ ওবাইদুল হকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রেসক্লাব মহেশপুর এর আয়োজনে রোববার বিকেলে মহেশপুর থানা মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত মানববন্ধনে প্রেসক্লাব মহেশপুর এর সভাপতি সরোয়ার হোসেন, সহ-সভাপতি জালাল উদ্দিন, জামশেদ আলম বকুল, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ সাংগঠনিত সোহেল রানা সহ স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ২৪ মে শনিবার বিকালে উপজেলার ভৈরবা বাজার এলাকায় রাজনৈতিক কোন্দলের জেরে বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুরুতর আহত হন সাংবাদিক ওবায়দুল হক। স্থানীয়রা জানান, হামলাকারীরা তার মাথায় আঘাত করে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম করে।
সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৯ জনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাংবাদিক ওবায়দুল হক, মোস্তফা, শরীফুল, আসাদুজ্জামান ও হাসানুজ্জামানের অবস্থা গুরুতর। তাদের মধ্যে দুইজনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।