May 25, 2025, 8:25 pm
জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন দিনাজপুরের বিরামপুরে হামলা ভাংচুরের অভিযোগে দায়ের করা মামলায় তিনজন ও হত্যা মামলায় একজন আ’লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার তাদের দিনাজপুর আদালতে পাঠিয়েছে বিরামপুর থানা পুলিশ। এর আগে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মুকুন্দপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, মুকুন্দপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সহ-সম্পাদক এবং মুকুন্দপুর ফাজিল মাদ্রাসার শরিরচর্চা শিক্ষক জাকিরুল ইসলাম ও পলিপ্রয়াগপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম।
থানা পুলিশ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে গত বছর ৯ আগস্ট থানায় একটি মামলা হয়। এ মামলার তদন্তে সংশ্লিষ্টতা আসার পর গতকাল রাতে সাইফুল ইসলাম, সাজিদুর রহমান ও জাকিরুল ইসলাম এবং কাটলায় রশিদুল ইসলামকে হত্যা মামলায় এজাহার নামীয় আসামী মঞ্জুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।