May 25, 2025, 8:44 pm
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে তিনদিন ব্যাপী ভূমি মেলা উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে । রবিবার( ২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো. নজরুল ইসলাম।
সহকারী কমিশনার( ভূমি) নুসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুস ছালাম, মাধ্যমিক কর্মকর্তা আনোয়ারুল আজিম,জামায়াতে ইসলামি নলছিটি উপজেলা শাখার আমির মাওলানা জাকির হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজালাল হোসাইন,স্থানীয় বাসিন্দা ইউসুফ সরদার, দৈনিক জনবানির নলছিটি উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মহসিন, দৈনিক ইত্তেফাক ও এনটিভি অনলাইন প্রতিনিধি মো. শরিফুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মানুষের হয়রানি দূর করার জন্যই ভূমি মেলার আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষজন যেনো ভূমি সংক্রান্ত কাজগুলো সহজেই করতে পারে সেটা এই ভূমি মেলার মাধ্যমে জানতে পারবে। বিশেষ করে অনলাইনে ভূমির কাজগুলো সাধারণ মানুষজনকে জানানোই ভূমি মেলার প্রধান লক্ষ্য।
এরপর ভূমি সংক্রান্ত সমস্যা নিয়ে গণশুনানির আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দপদপিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আ: মালেক।