May 25, 2025, 8:44 pm
কে এম সোয়েব জুয়েল।
গৌরনদীতে ২০২৫ ইং অর্থ বছরের লেবু ও জাতীয় ফলের সম্প্রসারন ব্যাবস্হাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উদ্ভুদ্ধ করন ভ্রমন উপলক্ষে ২৫:মে ২০২৫ ইং রবিবার সকাল ৯ টায় গৌরনদী উপজেলা কৃষি অধিদপ্তরের অর্থায়নে প্রত্যেককে সকালের নাস্তা, সাদা গেঞ্জি, সাদা ক্যাপ দুপুরে লাঞ্চের ব্যাবস্হা রেখে কৃষকদের বৃক্ষ রোপন ও ভাল ফল ফলাতে উদ্বুদ্ধকরণের মধ্য দিয়ে উপজেলার ৭ ইউনিয়ন থেকে ৩০ জন আদর্শ কৃষকদের নিয়ে গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকান্দর শেখ ও উপ- কৃষি কর্মকর্তা উজ্জ্বল চন্দ্র শীল তাদের সফর সঙ্গী হিসাবে উপস্থিত থেকে মাদারিপুর জেলার কাল কিনি উপজেলার পূর্ব এনায়েতপুর ইউনিয়নের কালাই সরদার চর গ্রামের লেবুবাগান পরিদর্শন করেন ।
এবং লেবু গাছ চাষের মাধ্যমে কি ভাবে স্বল্প সময়ের ভিতর কম খরচে সাবলম্বি হওয়ার যায় সে বিষয় উপস্থিতি উদ্যক্তাদের মাঝে নানান গুনগত দিক তুলে ধরেন গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকান্দর আলী শেখ ।
এবং উপস্থিতি উদ্যোক্তাদের নিয়ে মাদারিপুর হটি কালচার সেন্টার পরিদর্শন করেন এবং বিভিন্ন গাছের গুনগত দিক সম্পর্কে নানা মুখি আলোচনা ও তাদেরকে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে স্বল্প সময়ে সাবলম্বি হওয়ার কখা তুলে ধরেন কৃষি কর্মকর্কা মোঃ সেকান্দর শেখ। মধ্যাহ্ন ভোজের শেষে প্রত্যেকের মাঝে নগদ ৫ শত টাকা খরচ দিয়ে তাদেরকে যথা স্হানে গাড়িতে করে পৌঁছে দেয়া হয়েছে।