May 25, 2025, 8:27 pm
প্রেস বিজ্ঞপ্তি।।
পটিয়া উপজেলার কোলাগাঁও বসাক পাড়া,সর্বজনীন শ্রী শ্রী রাধামাধব বিগ্রহ মন্দির পরিদর্শন করেন তরুণ সমাজসেবক ও ঢাকা থেকে প্রকাশিত ইংরেজী পিস পএিকার নির্বাহী সম্পাদক শ্রী পলাশ ধর। এসময় উপস্থিত ছিলেন
শ্রী শ্রী রাধামাধব বিগ্রহ মন্দির উন্নয়ন কমিটির সভাপতি শ্রী তপন বসাক, প্রধান উপদেষ্টা ডাঃ স্বপন বসাক, সাধারণ সম্পাদক সজল বসাক,
শ্রী সুমন ধর, শ্রী দূর্জয় বসাক, শ্রী রাখাল বসাক, শ্রী শিপন বসাক, শ্রী শাপলা বসাক, শ্রী অরূপ বসাক সহ আরো অনেকেই। এসময় অগত অতিথিবৃন্দের শুভেচ্ছা ও এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তরুণ সমাজসেবক শ্রী পলাশ ধর বলেন,শ্রীমদ্ভগবদগীতা পরমেশ্বর ভগবানের মুখনিঃসৃত পরম বচন। গীতার জ্ঞান মানুষের মানবতাবোধ জাগরিত করে। মানুষকে সৎ পথে পরিচালিত করে। ফলে গীতা কোন বিশেষ ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ নয়। গীতা সার্বজনীন। গীতার শিক্ষা হলো সমতা, অনাসক্তি, কর্মফল ত্যাগ, নিষ্কাম কর্ম, গুণাতীতত্ত্ব, স্বধর্ম সেবা ও ভগবানের নিকট আত্মসমর্পণ। তাই গীতা আমাদের জীবন পরিচালনার একটি আদর্শ দর্শন।
গীতার জ্ঞান আসুরিকতা পরিমুক্ত করে মানবতাকে দেবত্বে উন্নীত করে। তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান। পরে তিনি
মন্দিরের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ হতে মন্দিরের উন্নয়ন ও সংস্কার খাতে যথাসম্ভব আর্থিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।