May 25, 2025, 11:28 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
গোদাগাড়ীতে প্রথম ডায়াবেটিস ধান চাষ করে সাড়া ফেলেছেন কৃষক রাকিব রাজশাহী টিটি কলেজের অধ্যক্ষ শওকত আলী খানের শেষ কর্মদিবস নড়াইলে যৌথ বাহিনীর অভি-যানে দেশীয় অ-স্ত্র,গাঁ-জা ইয়া-বাসহ গ্রে-ফতার -৩ ঝিনাইদহে সড়ক দুর্ঘ-নায় কৃষক নিহ-ত গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দিতে মন্দিরভিত্তিক শিক্ষার বিকল্প নেই রাজশাহীতে তিন দিনব্যাপী ভূমি মেলা জয়পুরহাটে আ”লীগের সাবেক হুইপ, এমপিসহ ১৮ জনের বি-রুদ্ধে দেশ ত্যা-গের নিষেধা-জ্ঞা বরগুনার তালতীতে ৯ বছর বিদেশ পালিয়ে দেশে ফিরেই মৃ-ত্যুদণ্ড আসামি গ্রে-প্তার শার্শার রুদ্রপুরে ৫০ টি পরিবার পানিবন্দি,দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থার দাবী দ-খল দুষ-ণে অ-স্তিত্ব সং-কটে সলঙ্গার গাঢ়ুদহ নদী
বরগুনার তালতীতে ৯ বছর বিদেশ পালিয়ে দেশে ফিরেই মৃ-ত্যুদণ্ড আসামি গ্রে-প্তার

বরগুনার তালতীতে ৯ বছর বিদেশ পালিয়ে দেশে ফিরেই মৃ-ত্যুদণ্ড আসামি গ্রে-প্তার

মংচিন থান তালতলী বরগুনা প্রতিনিধি।।
বরগুনায় অপহরণের পর আলোচিত অনিক চন্দ্র রায় হত্যাকান্ডের ঘটনায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামি মোঃ সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ৯ বছর ভারতে পালিয়ে থাকার পর দেশে ফিরে এলে তাকে গ্রেপ্তার করা হয়। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি সালাউদ্দিন বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের কাঁঠালতলী নামক এলাকার আবদুস ছত্তার গাজীর ছেলে। 

শনিবার (২৪ মে) বেলা ১২ টার দিকে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (২৩ মে) রাত ৯ টার দিকে তালতলী উপজেলার ফকিরহাট নামক এলাকা থেকে মৃত্যুদন্ড প্রাপ্ত সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে বরগুনা পৌর শহরের শহীদ স্মৃতি সড়কের থানাপাড়া নামক এলাকার বাসিন্দা সুবল চন্দ্র রায়ের ছেলে অনিক চন্দ্র রায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে দীর্ঘসময় পার হলেও সে আর বাড়িতে ফেরেনি। পরেরদিন সকালে অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে কল করে অনিকের বাবা সুবল চন্দ্রের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানালে, ওই মোবাইল নম্বর ট্রাকিং করে জড়িতদের শনাক্ত করা হয়। পরে সালাউদ্দিন গাজীকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। 

পরবর্তীতে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞেসাবাদে জানা যায়, অপহরণের পর মুক্তিপণের দাবি করে ডিশ লাইনের তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে অনিককে হত্যা করা হয়। পরে ঘটনার ১৭ দিন পর বরগুনা সাবরেজিষ্ট্রি অফিসের সেফটি ট্যাংকি থেকে নিখোঁজ অনিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে এ ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত আসামি ৬ জনের মধ্যে দুজনকে যাবজ্জীবন এবং প্রধান আসামি সালাউদ্দিন গাজীকে মৃত্যুদন্ডের আদেশ দেয় আদালত। এ ছাড়া অপর তিন আসামির জড়িত থাকার প্রমান না পাওয়ায় তাদেরকে অব্যহতি দেয়া হয়। তবে মামলার পরপরই মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামি সালাউদ্দিন ভারতে পালিয়ে গিয়ে আত্মগোপনে চলে যায়। পরে ভারত থেকে ফিরে আসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট থেকে সালাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।  

অপহরণের পর হত্যার শিকার অনিকের বাবা সুবল চন্দ্র রায় বলেন, আমার ছেলেকে অপহরণের পর হত্যা করেছে আসামিরা। এ ছাড়াও আমার কাছে তিন লাখ টাকা মুক্তিপণও চায় তারা। তবে তাদের কথা অনুযায়ী মুক্তিপণ নিয়ে গেলেও তাদের দেখা পায়নি। এ ঘটনায় দীর্ঘবছর পালিয়ে থাকার পর প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সালাউদ্দিনের মৃত্যুদন্ডের রায় দ্রুত কার্যকর চাই। 

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মৃত্যুদন্ড সজাপ্রাপ্ত আসামি মোঃ সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘ নয় বছর ভারতে পালিয়ে ছিল। সালাউদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আদালতে প্রেরণ করা হয়েছে।

মংচিন থান
তালতলী প্রতিনিধি

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD